Saturday, March 5, 2016

ধরনিমাতা



শিউলি ফোটা ভোরের শিশিরে হাঁটছি আমি
চারিদিক কুয়াশায় ঢাকা অন্ধকার। 
কি অদ্ভুত নীরবতা চারিদিকে, 
কি আশ্চর্য শূন্যতা আমাকে ঘিরে। 
ভোরের শিশির ভিজিয়ে দিচ্ছে আমার পা 
নরম দূর্বাঘাসের ডগা যেন ভেজা চুল, 
আর ধরনিমাতার স্নিগ্ধ চুলের পানিতে , 
পা ভেজাচ্ছি আমি। 
কি নিবিড় মমতা ছড়িয়ে পরে আমার সারা দেহে। 
এক আশ্চর্য ভাললাগায়, 
ভরে উঠে হৃদয়। 
মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন ??? 
আমি অবাক, নির্বাক ও সবাক হই তোমাকে দেখে !!!

No comments:

Post a Comment