Tuesday, March 8, 2016

তুমি


তুমি এসেছিলে কালবৈশাখী উত্তাল হাওয়া হয়ে
ঠাণ্ডা হাওয়ায় জুড়িয়ে দিলে দেহ প্রাণ।
তারপর ভয়ংকর দানব হয়ে, উড়িয়ে নিলে সবকিছু
ভেঙ্গে চুরমার করে দিলে সব স্বপ্ন
পৃথিবীটা আমার চোখের সামনে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল।
চারিদিকে অমাবস্যার নিকষ কালো আঁধার নেমে এলো
আমি ভাবি, এ ও কি জীবন ?
একেই কি বলে, যুদ্ধ করে বেঁচে থাকা ?
কি করে বাঁচবো আমি এ যুদ্ধে?
আমি যে দুর্বল সৈনিক।
ব্যর্থতার গ্লানি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি।
আমি আর পারছি না।

No comments:

Post a Comment