Sunday, February 28, 2016

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

দীর্ঘ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ একটি জাতি।
অন্যায় , অত্যাচার আর অবিচারে মুখ থুবড়ে পড়েছিল।
স্বাধীনতার সুখ কি, কখনো তারা বোঝেনি, 
পায়নি কখনো মুক্ত বাতাসে হারিয়ে যাবার আনন্দ 
নিপীড়ন, নিষ্পেষণে শ্লথ হয়ে যাচ্ছিলো চলার গতি। 
ওরা আমাদের থামিয়ে দিতে চেয়েছিল, 
চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল পুরো একটি জাতিকে। 
কিন্তু ওরা জানেনা, 
সেখানে জন্মেছিল এক অগ্নিস্ফুলিঙ্গসম মানব। 
যে ধরেছিল মুখ থুবড়ে পড়া জাতির হাল ; 
দেখিয়েছে জাতিকে মুক্তির পথ, স্বাধীনতার আনন্দ। 
আমরা ভেঙ্গে ফেলেছি পরাধীনতার শৃঙ্খল 
কে সেই দীপ্ত বজ্র মানব ??? 
সে আমাদের শাশ্বত বাঙ্গালির প্রিয় মুজিব। 
সে আমাদের হৃদয়ের মণিকোঠায়, 
সুদিপ্ত সম্মান ও সম্ভ্রমে আছে, থাকবে।

No comments:

Post a Comment