Sunday, February 28, 2016

নাম অজানা ১


উদভ্রান্তের মতো ছুটে চলা জীবন!যেন পথ হারিয়ে অন্ধকার গিরি পথে আটকে গেছে!
যেদিকে তাকাই নিকষ কালো অন্ধকার! !দূরে, বহুদূরে কোথাও ক্ষীণ-আলোর রেখা জ্বলে উঠে, আবার নিবে গেছে।
ভোরের সূর্যটা যেন ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে,
প্রতিটি সকালে নব উদ্দ্যমে পৃথিবী-
আলোকিত করার ইচ্ছে নিয়ে,
নিজেকে পুড়িয়ে নিশ্বেস করে চলেছে! !
সূর্যের এই হাজার হাজার বছরের চেষ্টা,
যেন বৃথা হয়ে গেছে, পৃথিবীর অন্যায়ের কাছে! !

চন্দ্র কিরণ স্নিগ্ধতায় তব-পুলকিত হয়নি হৃদয়,
হয়নি চন্দ্র স্নান, প্রেয়সীরে বুকে লয়ে!!লতা- বৃক্ষের নিবিড়তায় মিলত হয়নি বক্ষ।
পুষ্প- উষ্ঠের উষ্ণতায়-কোমলতার ছোঁয়া জোটেনি বলে-ব্যথিত হইনি কভু! !শুধু মাঝে মাঝে মনে হয়''!শূন্যতার চেয়ে আধার কিছু নেই! !অপরিমেয় কষ্ট এসে ভিড়ে-যবে হৃদয় পটে,
শুধু ভাবি কেউ একজন পথ চেয়ে বসে আছে,
হয়তো পথের শেষে, প্রদীপ জ্বেলে! !



1 comment: