Sunday, July 9, 2017

আমি যে শুধু তোমারই......

একমুঠো শিশির দিলাম,
স্নান করে নিও।
এক আকাশ ভালবাসা,
নীল চাদরে জড়িয়ে নিও।
এক পৃথিবী সবুজ রং,
জামায় মেখে নিও।
এক হিমালয় তুষারশুভ্র,
হৃদয়ে মেখে নিও। 
এক সমুদ্র চোখের জল,
আমায় দিয়ে দিও।

আমার সাগরের বেলাভূমির
সবকয়টি বালুকণায় লিখেছি যে,
শুধু তোমারই নাম।
ভালোবাসো আর নাইবা বাসও,
তুমিই আমার শেষ হৃদ স্পন্দন।
তোমার তরেই বাঁচি আমি,
তোমার তরেই মরি।
জীবন খাতার প্রতিটি পাতায়
লিখে রেখেছি ,
আমি যে শুধু তোমারই।।

Okekkha lyrics

একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে
আমার ঘরের সব ঘন-কালো
আজ বন্ধ এই মন
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
ও হো!!!!
জড়িয়ে শুয়ে থাকে শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
কালো চাদর
কিছু আশা কবিতা
বইয়ের পাতায় চাওয়া পাওয়ার তন্ময়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে যতো স্মৃতি সম্বল
ঘরের ভেতর ঘর তুলে রেখে
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে যেন
আঁধারী ভুবন
এদিক সেদিক সব এলোমেলো
শুধু অপেক্ষায় আজ বন্ধ এই মন
ও হো!!!!
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে ঘরের ভেতর
ঘর তুলে রেখে যেন আঁধারী ভুবন
শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায়
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
কবে জোছনা আসবে...
ও হো!!!!
কবে জোছনা আসবে... x

Wednesday, July 5, 2017

আমিও ভেবেছিলাম

"সবাই চলে যাবে ...একজনই পারবে না  
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছাড়বে না"।
 আমি জীবনে এমন কাউকে চেয়েছিলাম, যে শত বিপদে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু, তুমি আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, আমার সাথে থাকতেই চাও না। আমার সমস্ত স্বত্বা জুড়ে শুধু তুমি, আর আমি তোমার কোথাও নেই। আমাকে নিয়ে তোমার কোন স্বপ্ন ও নেই। বলতে পারো, কেন বার বার আমি শুধু ভূল করি? কেন ভুল মানুষকেই বার বার ভালোবাসি? আমিতো জীবনে কখনো কারো ক্ষতি চাইনি। আমার জীবনটা এমন কেন হল? আমি কী শুধু কষ্টই পেয়ে যাবো সারাটি জীবন? কী লাভ এভাবে বেঁচে থাকার?