Saturday, April 30, 2016

কথামালা


এই কথা, সেই কথা, ওই কথা
কত কথা বলবো বলে,
তোমার জন্য কথার মালা গেঁথে রেখেছি।
সারাদিন কত কথা ভাবি,
কত কথা বলতে ইচ্ছা করে।
কিন্তু, তোমার সময়ই নেই আমার কথা শোনার।
কথামালা টা শুকিয়ে ,
একটি একটি করে ঝরে পড়ছে।
ঠিক যেভাবে শুকনো ফুলের মালা দিয়ে,
ঝরে পড়ে ফুলগুলো। 
জানো তো, 
তুমি আমার পৃথিবী।
তোমাকে ছাড়া, কারো সাথেই কথা বলতে ইচ্ছা করেনা।
আমি বাঁচাল, কিন্তু সেটা শুধু তোমার কাছে।

Tuesday, April 26, 2016

খুব বেশী ভালবাসি যে তোমায়

নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে।
তোমার ইচ্ছার বিরুদ্ধে , তোমাকে ভালবাসছি না তো ?
আমাকে ভালবাসতে তোমাকে বাধ্য করছি না তো ???
কেন এমন হয় ?
এতো ভালোবাসা কিভাবে কর্পূরের মতো উবে যায় ?
সেটা কি আসলেই আদৌ ভালোবাসা ছিল ?
আমার ভালোবাসা তো অপরিবর্তনীয় , কি করবো আমি ?
খুব বেশী ভালবাসি যে তোমায় !!!

Saturday, April 23, 2016

শুধু ই তোমাকে চাই

আমার বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ভালোবাসায় আমি সিক্ত। কিন্তু শুধু তোমার একটু ভালোবাসার জন্য, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। সব তুচ্ছ মনে হয়, কেন তুমি বোঝ না ??? এতো ভালবাসি ! তবুও তোমার কি চাই ? একটাই তো জীবন, এতো কষ্ট নিয়ে বেঁচে থেকে কি লাভ? যে জীবনে তুমি থাকবে না !!! আমি কিচ্ছু চাইনা। শুধু তোমায় ! শুধু ই তোমাকে চাই।

LOVE YOU

অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু আজ আমার সমস্ত ভাষা থমকে গেছে, অধিক শোকে পাথর, সেই রকম অবস্থা। কিছুই বলতে পারছি না। শুধু বলতে চাই.......।।
Without any reason,
without any condition.
without any need,
without any greed.
without anything, I love you.
You are my heart, soul & everything, every second, every breath, every twinkling I love you.
Believe you or not. Its true as Universe.

Wednesday, April 20, 2016

শহুরে বসন্ত

কে বলে বসন্ত ঋতুরাজ ?
আমি বলি ঋতু দাস।
কে বলে, বাসন্তি পাখির গান ?
আমি শুনি বাসের তীব্র হর্ন।
কে বলে দখিণা হাওয়া?
আমি বলি ধুলোয় ভেসে যাওয়া।
কে বলে পুষ্প কাননে ফুল ?
আমি দেখি বাসন্তি শাড়ির আঁচল।
কে বলে সবুজ পৃথিবী ?
আমি দেখি ইট পাথরের দালানকোঠা ।
সবই আমার নাগরিক জীবনের 
বাসন্তি অভিজ্ঞতা !!

Tuesday, April 19, 2016

বসন্ত

হে ফাগুন, এসেছ ধরায় মঞ্জুরি কুঞ্জে
এসেছ দখিণা হাওয়ার তানে
এসেছ দিগন্তের সীমান্ত পানে।
এসেছ নারীর শাড়ির উঠানে।
চারিদিকে সবাই বলছে, "বসন্ত এসেছে"
হয়তো তাই হবে,
আমি শুধু শুনে যাই।
এমন তো কত বসন্তই এলো গেলো।
কই ! কখনো তো কোনও বসন্ত স্পর্শ করেনি আমাকে।
কখনো তো এই শুষ্ক রিক্ত জীবনে,
কেউ ফোটায় নি ফুল।
ইট পাথরের ঢাকা শহরে,
বসন্ত শুধু ক্যালেন্ডারেই আসে।
হয়তো, বিশেষভাবে পালিত হয় এ দিনটি।
আর আমার বসন্ত ?
সে তো ফুল ফোটার আগেই ঝরে পড়ে।
শুকিয়ে যায় খর রোদ্রের উত্তাপে,
পুড়ে ছারখার হয়ে যায় সব স্বপ্ন।। 


একটি অপ্রকাশিত ছোট্ট স্বপ্ন ভেঙ্গে যাওয়ার সত্যি গল্প......।।

মানুষ বৃষ্টি পাগল হয় শুনেছি।
তবে, আমার মত বৃষ্টিপাগলী কাউকে দেখিনি। কখনো রাত ১২ টার ঝুম বৃষ্টিতে ভিজেছি, কখনো ভোর ৪ টায়, কখনো বা সকাল- দুপুর- বিকেলে।। বৃষ্টি এলে, আমার বৃষ্টিতে ভেজা চাই-ই চাই। নিজেকে বৃষ্টিকন্যা পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কখনো কাউকে বৃষ্টির মত করে আপন ভাবিনি।
তবুও,
একজন এসেছিল!!! আমার বৃষ্টির সতীন। খুব ইচ্ছে হত, ওর হাতে, হাত রেখে বৃষ্টিতে ভিজব। বৃষ্টি ; আর ওর স্পর্শে একাকার হয়ে যাবো।কিন্তু কখনোই তা আর হয়ে উঠেনি। ওকে অনেক অনুরোধ করেছি, আমার সাথে কয়েকটা মুহূর্ত বৃষ্টিতে ভিজতে। আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় কখনোই ওর হয়নি। এতটাই ভালবেসেছিলাম, কখনো ওর অবহেলাটুকু আমার স্বপ্নিল চোখে ধরা পরেনি। আমার মনে তো কোনও পাপ ছিলনা। কোনও দিনও বৃষ্টি আর ও!কে, একসাথে পাইনি। ও হয়তো চাইলে সে আনন্দ টুকু আমাকে দিতে পারতো, কিন্তু কখনোই আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করার প্রয়োজন মনে করেনি।
অকারনেই আমাকে ছেড়ে তুমি হারিয়ে গেছ। জানিনা, আজ কত দূরে, কোথায় আছো তুমি হারিয়ে???
এখনও বৃষ্টি হয়, তবে আমার আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়না। শুধু আকাশের মত আমারও দু চোখ বেয়ে বৃষ্টি নামে, অঝোর ধারায়।
তোমার কি বৃষ্টি এলে কখনোই মনে পরেনা আমায়???

Monday, April 18, 2016

প্রেমিক কি স্বামী ?

খুব গোপন সত্যিটা হল , স্বামী হওয়া সহজ কিন্তু প্রেমিক হওয়া কঠিন ।বিয়েটা শুধু একটা কাগজের টুকরো মাত্র , প্রেমিকার পদবী বদলে স্ত্রী হয়েছে কিন্তু মানুষটা একই । স্ত্রী হলেই যে তার ভালবাসা পাওয়া যাবে এই ধরনা সম্পূর্ণ ভুল। বিয়ের পরেও ভালবাসা জয় করে নিতে হয় । আর যে বিয়ের পরে প্রেমিক হতে পারে সেই সারা জীবনের জন্য একটা প্রেমিকা পায় , যে তাকে সমস্ত ভালবাসা দিয়ে আগলে রাখে । (collected)

Saturday, April 9, 2016

দূরত্ব

তোকে ছেড়ে আছি হাজার যোজন দূরে
হয়তোবা কয়েকটা সীমান্তের ওপারে।
অনেক অনেক বহু দূরে আছি।
যেখানে দৃষ্টি ঝাপসা হয়ে আছে।
কিন্তু, এক পৃথিবীতে আছি তো,
আমরা দুজন!!
একই গ্রহে বাস করি দুজনে।
তোর মাথার উপর আকাশটা যে,
আমারও আকাশ।
হয়তো, এক ছাদের নিচে নেই দুজন।
কিন্তু, এক আকাশের নিচে তো বাস করছি আমরা দুজন।
একটা সূর্য তোর
সেই সূর্যের নিচে আমিও বাস করি।
তোর চাঁদটা, 
রাতে যে আমাকেও জোস্না দেয়।
যে বাতাসে তুই অক্সিজেন নিস,
সে বাতাসে আমিও যে বাঁচি।
সে বাতাসে আমি খুঁজি তোর গন্ধ, তোর স্পর্শ।
তবুও কেন ভাবিস আমি দূরে ?
আমার তো কখনো মনে হয়না,
যে তুই আমার কাছ থেকে দূরে।
তুই আমার মাঝে বাঁচিস।
আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছিস।
বড্ড বেশী ভালবাসিরে তোকে !!!



Friday, April 8, 2016

পুতুল

নিজেকে একটা মাটির পুতুল মনে হয়,

যার কারিগর তুমি।
হাজার বার আমায় তুমি, 
ভেঙ্গে চুরমার করে দাও।
হাজার টুকরা করে ,
মিশিয়ে দাও মাটির সাথে
হারিয়ে ফেলি আমার অস্তিত্ত।
আবার নতুন করে গড়ে তোল।
আমি মাটির পুতুল !
মাটির পুতুলের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই।
তাই আমায় ভেঙ্গেছ বলে,
নেই কোন অভিমান
নেই কোন রাগ।
আমায় আবার নতুন করে গড়ে তুলেছ,
তাতেই আমি খুশি।
কিন্তু , তুমি তো মানুষ
তোমার তো বিবেক আছে।
একবারও কি তোমার মনে হয়না ?
যখন ভেঙ্গে টুকরো করে দাও আমায়,
কত কষ্ট হয় পুতুলটার !!!
প্লিজ ! দোহাই তোমার ।
আর ভেঙ্গনা আমায়, আর পারছিনা।
আমি আজ বড় ক্লান্ত !!!


Wednesday, April 6, 2016

পরী

পরী আমি পরী দেখেছি! 
যদি জিজ্ঞেস কর কোথায়? 
বলব; আমার মনের আঙ্গিনায়। 
কোন একলা ক্ষণে নিরবতার ভীড়ে 
এসে মোর স্বপ্ন লোকের নীড়ে 
সে আমার ঘুম নিয়েছে কেড়ে। 
আমি দেখেছি তারে মনের দুয়ার খুলে, 
একবার নয় দেখেছি বহুবার, 
যতবার দেখি- তৃষ্ণা বাড়ে আবার, 
যেন সে হাসি হাজার ফুলের সুধা মাখা তার।
অঙ্গ তাহার পুষ্প রাশি ঝরা দুধে আলতা
বদন তাহার স্বর্ণলতায় গড়া, 
আহা, দেখিত যদি মজনু রূপের মায়া তার! 
তাহার প্রেমে মত্ত হইয়া জন্মিত আবার। 
আহা! কি যে মিষ্টতা ভরা ঠোঁট! 
যদি ছুঁয়ে দিত ঐ সাগর- যত জল তার হইতো যে শরবত। 
সুগভীর কালো মায়ায় ভরা আখি
তব মনে লয় হাজার বছর হৃদ পিঞ্জরে রাখি, 
কি বলিব তার রুপের বর্ননা, 
চন্দ্র কিবা পুষ্প সবই তুচ্ছ
কিছুতেই যে এ রুপের হয় না তুলনা।।
( আমাকে উৎসর্গীকৃত কারো লেখা।আমি সত্যিই কৃতজ্ঞ )

Friday, April 1, 2016

বিধাতা বলে দাও ......।।

আমি আকাশের কাছে জানতে চাই, কি আমার অপরাধ ? আমি পৃথিবীর কাছে জানতে চাই, কেন এ জীবন বরবাদ ?? কি কারনে মন ভাংচুর, সম্পর্কটা বহুদুর জ্বলে- পুড়ে সব ছারখার !!! বিধাতা বলে দাও, বেচে থেকে লাভ কি আর ?? ( collected)