Sunday, December 10, 2017

ভালোবাসা খুঁজি

সমস্ত ধরা দুয়ার খুলে রেখেছে আমার জন্য,
আমি চেয়ে আছি শুধু তোমার পানে।
তোমার মাঝে সেই ভালোবাসা আজও খুঁজি,
তোমার চোখের গভীর সমুদ্রের অতলে ঝিনুকের মধ্যে,
মুক্তোর মত সেই ছোট্ট অমূল্য ভালোবাসা খুঁজি।
তোমার মনের গহীন বনে লুকিয়ে থাকা সাপের মনি'র মত,
অমূল্য সাত রাজার ধন সেই ভালোবাসা খুঁজি।
তোমার ভালোবাসাহীন শুষ্ক মরুভূমির মত হৃদয়ে,
একফোঁটা পানির মত ভালোবাসা খুঁজি।
তোমার বরফজমা শুভ্র হিমালয়ের মত,
বিশাল হৃদয়ে একটু ভালবাসার উষ্ণতা খুঁজি।
জানিনা, আদৌ পাবো কিনা সেই ভালোবাসা।
আমিতো অনুসন্ধানী পথিক,
সারাজীবন খুঁজবো সেই ভালোবাসা
থাকবো শুধু তোমারই প্রতীক্ষায়।।

Sunday, July 9, 2017

আমি যে শুধু তোমারই......

একমুঠো শিশির দিলাম,
স্নান করে নিও।
এক আকাশ ভালবাসা,
নীল চাদরে জড়িয়ে নিও।
এক পৃথিবী সবুজ রং,
জামায় মেখে নিও।
এক হিমালয় তুষারশুভ্র,
হৃদয়ে মেখে নিও। 
এক সমুদ্র চোখের জল,
আমায় দিয়ে দিও।

আমার সাগরের বেলাভূমির
সবকয়টি বালুকণায় লিখেছি যে,
শুধু তোমারই নাম।
ভালোবাসো আর নাইবা বাসও,
তুমিই আমার শেষ হৃদ স্পন্দন।
তোমার তরেই বাঁচি আমি,
তোমার তরেই মরি।
জীবন খাতার প্রতিটি পাতায়
লিখে রেখেছি ,
আমি যে শুধু তোমারই।।

Okekkha lyrics

একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে
আমার ঘরের সব ঘন-কালো
আজ বন্ধ এই মন
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
ও হো!!!!
জড়িয়ে শুয়ে থাকে শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে...
কালো চাদর
কিছু আশা কবিতা
বইয়ের পাতায় চাওয়া পাওয়ার তন্ময়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে যতো স্মৃতি সম্বল
ঘরের ভেতর ঘর তুলে রেখে
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে যেন
আঁধারী ভুবন
এদিক সেদিক সব এলোমেলো
শুধু অপেক্ষায় আজ বন্ধ এই মন
ও হো!!!!
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
কেঁদে কেঁদে যাচ্ছে ঘরের ভেতর
ঘর তুলে রেখে যেন আঁধারী ভুবন
শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায় শুধু অপেক্ষায়
ও হো!!!!
ও হো!!!!
ও হো!!!!
কবে জোছনা আসবে...
ও হো!!!!
কবে জোছনা আসবে... x

Wednesday, July 5, 2017

আমিও ভেবেছিলাম

"সবাই চলে যাবে ...একজনই পারবে না  
একজন কেউ থাকুক ... যে তোমাকে ছাড়বে না"।
 আমি জীবনে এমন কাউকে চেয়েছিলাম, যে শত বিপদে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু, তুমি আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, আমার সাথে থাকতেই চাও না। আমার সমস্ত স্বত্বা জুড়ে শুধু তুমি, আর আমি তোমার কোথাও নেই। আমাকে নিয়ে তোমার কোন স্বপ্ন ও নেই। বলতে পারো, কেন বার বার আমি শুধু ভূল করি? কেন ভুল মানুষকেই বার বার ভালোবাসি? আমিতো জীবনে কখনো কারো ক্ষতি চাইনি। আমার জীবনটা এমন কেন হল? আমি কী শুধু কষ্টই পেয়ে যাবো সারাটি জীবন? কী লাভ এভাবে বেঁচে থাকার? 

Thursday, May 25, 2017

আমিতো কবেই মরে গেছি !

যেদিন কতগুলো চোখ আমাকে, 
ধর্ষণ করেছিল নগ্ন লালসায়। 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন মেয়ে বলে অবজ্ঞা করেছিল নিজ বাপ মায়, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন বিয়ের মেয়ে দেখার নামে, 
আমায় দেখত পণ্যের দামে, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন কালো, কুৎসিত বলে অবজ্ঞা করেছিল, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন যৌতুকের দায়ে আমি নির্যাতিত হয়েছিলাম, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন ভালোবাসার মিথ্যা ছলনায়, 
আমার দেহটাকে ভোগ করে ছুড়ে ফেলে দিয়েছি্ল, 
আমিতো সেদিনই মরে গেছি! 
যেদিন এসিডে ঝলসে দিয়েছিল আমার সুন্দর মুখখানা, 
আমিতো সেদিনই মরে গেছি! 
দশ মাস পেটে ধরে, যে সন্তানকে লালন করেছি পরম মমতায়, 
সে সন্তান যখন বৃদ্ধ বয়সে ছুড়ে ফেলে বৃদ্ধাশ্রমে আমিতো সেদিনই মরে গেছি!!!

Wednesday, April 5, 2017

পুনর্জন্ম

কেমন জানি মনে হচ্ছে, এখন আমার পুনর্জন্ম হল। একবারের জন্য ও বাঁচতে ইচ্ছে করছিল না। কি যে ভয়ংকর যন্ত্রণার মধ্যে কেটেছে গত দুইটা রাত। বারবার মনে হচ্ছিল, মৃত্যু এর চেয়ে অনেক কম যন্ত্রণাদায়ক।

Wednesday, March 29, 2017

ভেবো না আমি নেই !

ভেবো না আমি নেই,
আমি আছি ঐ বৃষ্টির ফোঁটায়
যবে বৃষ্টি তোমায় ছুঁয়ে দেবে,
ভেবে নিও___
সে তো বৃষ্টি কন্যার পরশ।
ভেবো না আমি নেই,
আমি আছি রংধনুর রঙয়ের ছটায়;
যবে রংধনু রং ছড়াবে,
ভেবে নিও____
সাত রঙয়ের রঙ্গিন শাড়ির আঁচল বিছিয়ে আমি দাড়িয়ে।
ভেবো না আমি নেই,
আমি আছি ভোরের শিশিরে;
ভেবে নিও___
আমি তো ছিলাম ভোরের শিশিরের মত ক্ষণিকের অতিথি।
ভেবো না আমি নেই,
আমি আছি পূর্ণিমা নিশিতে।
যবে পূর্ণিমার চাঁদ জোস্না ছড়াবে,
ভেবে নিও___
জোস্নার আলো হয়ে, 
আমি আছি তোমায় জড়িয়ে।
ভেবো না আমি নেই,
আমি আছি তারা জ্বলা রাতের আকাশে।
যবে মিটিমিটি তারা জ্বলবে আকাশে,
ভেবে নিও____
ছোট্ট একটি অনুজ্জ্বল মিটিমিটি তারায় আমি আছি।
ভেবো না আমি নেই,
আমি আছি বসন্তের হিমেল বাতাসে।
যবে বসন্তের মাতাল হাওয়া বইবে,
ভেবে নিও___
আমি আছি সে মিষ্টি বাতাসে।
ভেবো না আমি নেই,
আমি আছি তোমার বাহুডোরে;
আমি আজও আছি তোমারই ভালবাসায়। 



Friday, March 24, 2017

Im nothing

বুঝতেই পারিনি, তোমাকে হারানোর ভয়ে নিজের অজান্তেই কবে যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছি !!!

Wednesday, March 8, 2017

নিঃস্ব আমি!!!

সময়টা বিশ্রী রকম খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে ? কি খারাপ যাচ্ছে? সেটা কাউকে বুঝানো সম্ভব না। তোমাকেও ঠিক খুলে বলতে পারছি না। অসহ্য মানসিক যন্ত্রণা। মনে হচ্ছে আর নিতে পারছি না। এইটুকু বয়সে কম সমস্যা তো দেখলাম না । তবুও আমার একটা ভরসা শুধু তুমি। পুরো পৃথিবী উলট পালট হয়ে যাক, যত বড় সমস্যাই হোক না কেন, তুমিই আমার একমাত্র অবলম্বন। তোমার কথা ভাবলেই সব কষ্ট মুহূর্তেই ভুলে যাই। আমি বললাম , তোমাকে আর জ্বালাতে চাই না। আসলে চারিদিকে এতো সমস্যা, মাথা খারাপ অবস্থা। ভেবেছিলাম, একজন আমার পাশে আছে। তুমি শুধু একবার জিজ্ঞেস করতে......কি হয়েছে আমার ? শুধু একবার বলতে পারতে......" যত সমস্যাই হোক না কেন, আমি তোমার পাশে আছি", "আমাকে ছেড়ে যেওনা"।। কিছুই বলনি তুমি। হয়তো আমার উপর রেগে গিয়েছ অথবা এটাই তুমি চেয়েছিলে। যেন কোন ও ভাবে আমিই তোমাকে ছেড়ে চলে যাই। হয়তোবা হাফ ছেড়ে বেঁচে গেছ। জানিনা। কোন ও দিন একটা সান্তনা পর্যন্ত তোমার কাছ থেকে পাইনি। কখনোই তোমার উপর বিন্দুমাত্র ভরসা করতে ও পারি না। শুধু শুধু মিথ্যে মরীচিকার পিছনে ছুটছি। কিচ্ছু নেই আমার। কেউ নেই আমার। কখনো ছিল ও না। সব ই ভুল।

Saturday, January 14, 2017

স্বার্থপর !!!

স্বার্থপর আর হৃদয়হীনতার জন্য তোমাকে জাদুঘর অথবা চিড়িয়াখানায় রাখা উচিত। শুধু নিজের কথাই ভাবলে।

Friday, January 13, 2017

তোমাকে... মনে পড়বে

শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনিই কাঁটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে... মনে পড়বে
যখনিই জ্যোস্না হাসে
তোমাকে... মনে পড়বে
যখনিই আকাশ ভেঙ্গেবর্ষা কাঁদে... ।।