Sunday, December 30, 2018

আমার সাথে তোমার কথা নেই জানি!!



আমার সাথে তোমার কথা নেই জানি
তবু তোমার সাথে আমার কথা আছে। 


তোমার পাশে আমার ছায়া নেই জানি
তবু আমার ছায়া তোমার ধরে কাছে।


আমার প্রতি তোমার টান নেই জানি
তাই আমার ঘরে তোমার টানাটানি।

Sunday, November 18, 2018

Still loving you

Time, it needs time
To win back your love again
I will be there, I will be there
Love, only love
Can bring back your love someday
I will be there, I will be there
And fight, babe, I'll fight
To win back your love again
I will be there, I will be there
Love, only love
Can break down the wall someday
I will be there, I will be there
If we'd go again
All the way from the start
I would try to change
Things that killed our love
Your pride has built a wall, so strong
That I can't get through
Is there really no chance
To start once again
I'm loving you
And try, baby try
To trust in my love again
I will be there, I will be there
Love, our love
Shouldn't be thrown away
I will be there, I will be there
If we'd go again
All the way from the start
I would try to change
Things that…

Sunday, October 28, 2018

হতেও পারে এই দেখা শেষ দেখা...................


পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন সময়টাতো বড় অল্প। নীরবে অভিমানে নিভৃতে করছ তিলে তিলে নিজেকে শেষ, কেন বল পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালবাসা নি:শেষ।

Thursday, October 18, 2018

তুই বুঝলিনারে !!!

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন 


এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই


নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই ।

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার,
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই,
নিতে তোর খোঁজ 

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো ?
 ভরা জোছনায় তুই কার পাশে ?
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (lyrics)






Saturday, October 13, 2018

গভীর সমুদ্র

প্রেমে পড়া অনেকটা সমুদ্রে পড়ার মত। যখন কেউ সত্যিকারের প্রেমে পড়ে, সেই বুঝতে পারে। সমুদ্রে একবার পড়ে গেলে যেমন উঠার কোন পথ নাই, শুধু মানুষ ডুবতেই থাকে। সত্যিকারের প্রেমে পরলেও সারা জীবনে উঠার কোন পথ নাই। কিন্তু কয়জন মানুষ সত্যি ই প্রেমে পড়ে???

Saturday, September 22, 2018

যেমন আছো, তেমনই থাকো।

পাথুরে পৃথিবীতে সীমাহীন ভালোবাসার ক্ষমতা নিয়ে কয়জন মানুষ জন্মায় ? আমি সেই ভাগ্যবতীদের মধ্যে একজন। অদ্ভুত হলেও সত্যি, আমার ভালোবাসার ক্ষমতা অন্যদের চেয়ে বেশী। অনেক অনেক বেশী। কাউকে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। সে আনন্দের সন্ধান আমি পেয়েছি। সে এক স্বর্গীয় অনুভূতি। সবাই সেই আনন্দের সন্ধান পায় না।  তোমাকে আমি পেতে চাই না। তোমাকে পেলে, তোমার প্রতি ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। তোমাকে পেয়ে হারানোর চেয়ে, না পেয়ে ভালোবেসেই যাবো।  আমি তোমাকে ছাড়তে ও চাই না। ধরে রাখতে ও চাই না। যেমন আছো, তেমনই থাকো। 

Tuesday, September 4, 2018

Life getting Nothing!


All Motivational speech!

All enlighten thoughts of the world!

All inspiring videos!

All funny videos/ Movies! 

Nothing can't make me smile. Life getting worsen than hell to love a beast!

Your every hurting word more powerful than bullet that flush my heart every moment, every second.

You make me feel myself worsen girl of this universe!

I feel so much stupid of myself when I call you. Its really a feelings such my breath getting stopped. Without you, I feel like I'm under water where I can't take breath.😭

Friday, June 22, 2018

তুমি তো বেশ আছো......

খুব চেষ্টা করছি তোমায় ভুলে থাকার। দিন দিন তোমার অমানবিক আচরন আর নিতে পারছি না। তোমার সাথে কথা বলে কষ্ট পাওয়ার চেয়ে, কথা না বলে কষ্ট পাই। সেই ভালো। তোমার মন তো খুব নোংরা, তাই বলছি........................... তুমি নেই বলে অন্য কারো সাথে সময় কাটাচ্ছি, তা ভেব না। একা আছি, সম্পূর্ণ একা। কোন বন্ধু বান্ধব/ কবি, কেউ নেই আমার জীবনে। দেখি, জীবন আমাকে কতদূর নিয়ে যায়। আর তোমাকে, তোমার নিষ্ঠুরতা কে ক্ষমা করতে পারলাম না। তোমায় ভালবেসে সম্পূর্ণ একা হয়ে গেলাম। ভয়ংকর একাকীত্ব !!! যাই হোক, তাতে তোমার কি? তুমি তো বেশ আছো।

Friday, May 25, 2018

ফুল

আজ শাহবাগ থেকে আসার সময় সারি সারি ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর সুন্দর ফুলের তোড়া দেখে, খুব ফুল কিনতে ইচ্ছে হচ্ছিল। হঠাৎ মনে হল, নিজের জন্য কেউ ফুল কেনে? তারপর ই মনে হল ফুল দেয়ার মত আমার কে আছে। সর্বপ্রথম তোমার কথা মনে হল। তোমার জন্য কিনতে ইচ্ছে হল। তারপর মনে হল, আমি কার জন্য ফুল কিনবো? তার কাছে কি ফুলের আদৌ কোন মূল্য আছে? যে আমার মত নিস্পাপ ফুলকে পায়ের নীচে পিষে ডলে ফেলতে পারে, যার কাছে আমার কোন অস্তিত্ব ই নেই। যে আমাকে মানুষ ই ভাবে না, তার জন্য ফুল কিনবো? বুক ভেঙ্গে কান্না এলো। সমস্ত পৃথিবীটা পায়ের নীচে নড়ে উঠলো।  জানোয়ার সৃষ্টি করা হয়েছে, জানোয়ার হিসেবে। তাই তারা জানয়ারের মত আচরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষরূপী জানোয়ারগুলো বড় ভয়ংকর ! বড় কুৎসিত!!! আর তুমিও তাই।   Wanna Hate you !

Tuesday, May 15, 2018

ভালো থেকো!

 আমি তোমার জীবনে থাকলে , তুমি হয়তো ভালো থাকবে না তাই তো আমার সাথে থাকতে চাও না।  আর তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। কিন্তু আমার ভালো থাকার জন্য, তোমার উপর জোর করে তোমার সাথে থাকাটা স্বার্থপরের মত হয়ে যাবে। তুমি নিজের ভালোর জন্য আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমিতো তোমার মত স্বার্থপর নই। তাই তোমাকে কোন রকম জোর করছি না। শুধু তোমার অপেক্ষায় থাকবো। তোমাকেই ভালবাসবো। আমি মৃত্যু পর্যন্ত তোমার জন্য আছি। আমি জানি, তোমার মত বিবেকহীন, স্বার্থপরের কখনোই বোধোদয় হবে না। আর মূল্য বোঝার ক্ষমতা ও তোমার নেই। দোয়া করি, মহান আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। ভালো থাকো তুমি।

Tuesday, May 8, 2018

মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ... (collected post)

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?
খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য...
যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার ১/৩ ভাগ সহ্য করে যেতে হবে....
দুনিয়াটা তো গোল তাই ঘুরেফিরে তো আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবেই!!!
আপনি নিজেই আত্ম অনুশোচনার কারণে ভিতরে ভিতরে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো বা যেটা আপনার "so called" ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!
মনে রাখবেন #মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ...
সামনে এগোতে গেলে শিকলের মত পা টেনে ধরে...
ভাল থাকুক প্রতিটা মানুষ ...
ভালবাসার ,ঘৃণার ,কাছের ,দূরের সবাই ভাল থাকুক.... #collected

Monday, April 30, 2018

wanna hate you

তোমার সমস্যাটা কি জানো? তুমি জীবনে কখনো ভালোবাসার অভাবটা বুঝতে পারনি। আমি যতদিন তোমার জীবনে আছি, ছিলাম, আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রেখেছি। এক মুহূর্তের জন্য ও তোমাকে ভালোবাসার অভাব বুঝতে দেইনি। তুমি যা চেয়েছও, তার চেয়ে অনেক বেশী তুমি পেয়েছ। চাওয়ার আগেই তুমি সব পেয়ে গেছ। তাই না পাওয়ার মর্ম তুমি কখনোই বুঝবে না। আর আমার মূল্য ও তুমি বুঝবেনা। যে সত্যিকারের ভালোবাসার সন্ধানে মানুষ সারাজীবন অপেক্ষা করে, তার মর্ম তুমি কি বুঝবে? শুধুমাত্র ইদানিং নিজেকে খুব অসহায় লাগে। সারাক্ষন কান্না পায়। আমি শুধু তোমার কাছে একটু respect, একটু priority, একটু সম্মান চেয়েছিলাম। তুমি তো মানুষকে মূল্যায়ন ই করতে জানো না। আমার মূল্য তুমি কি বুঝবে? Really I wanna hate you. I wanna leave you ......................

Thursday, April 19, 2018

!!!

জানিনা, তোমার মনে কি আছে?
কি চাও তুমি?
শুধু একবার নিজেকে জিজ্ঞেস করো, আমাকে এতোটা কাঁদিয়ে কতোটা সুখ তুমি পাও।
 আমাকে তুমি এতোটা কাঁদিয়ে, জীবনে কোনও দিন সুখী হতে পারবে কি ?
কোন ও মানুষ যদি একজন অন্যজনকে মাফ না করে, স্বয়ং আল্লাহর ও ক্ষমতা নেই তাকে মাফ করার। আমার জীবনে আর কিই বা বাকি আছে?
কতোটা sacrifice করা সম্ভব একটা মানুষের?
কতোটা ভালবাসলে ভালোবাসা পূর্ণ হয়?
কিভাবে ভালবাসলে তোমার মনে হবে, এর চেয়ে বেশী ভালোবাসা যায়না?
নিজেই নিজের উত্তর খোঁজও!!!

Wednesday, April 11, 2018

অভিনয়

পৃথিবীতে তারাই সত্যিকারের ভালোবাসা পায়, যারা অভিনয় করতে জানে। ভাবতেই কেমন যেন অসহায় লাগে, তোমার ভালোবাসা আগাগোড়াই অভিনয় আর ফাঁকিবাজি ছিল। মিথ্যে মরীচিকার পিছনে ছুটছি। কবে বুদ্ধি হবে আমার, বলতে পারো কি?

Wednesday, March 14, 2018

আত্মহত্যার দিনলিপি কী আর???

এভাবে নিশ্চয়ই কেউ মানুষ খুন করে না,পুরুষ তো নয়ই।
শুধু মাত্র আমাকেই খুন করার অধিকার রয়েছে তোমার?
জানি হৃদয় শূন্য নয় প্রিয়তার
দুটি চিল,রয়েছে শালিখের ছানার মতো তুলতুলে স্বপ্নও
রয়েছে ভুলের চেয়েও করুণ ফুল
হাতে তুলে খুন হয়ে যাই! বলো।
না চাইলেও তাই
তুমি তোমার তুমি,আমি তাই....
মৃত্যু পাপ নয় বলে মরে যাবো
আত্মহত্যার দিনলিপি কী আর?

Tuesday, February 27, 2018

এত কষ্ট কেন ভালবাসায়!!!

চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় (by ARK )

Friday, February 23, 2018

হারিয়ে গেছে

 শীতের ভোরগুলো হারিয়ে গেছে
 কুয়াশার চাঁদরে।
ভালোবাসার মিষ্টি সকাল আজ ঢেকে গেছে
ধুলোর রাজপথে।
এসেছিলাম, তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজব বলে,
বৃষ্টি ও নেই! তুমিও নেই !
আমি থাকবো কি নিয়ে   বল ???
ঢাকা শহরের ধুলোর আড়ালে,
চাপা পড়ে গেছে সব স্বপ্ন। 
চোখের পানির বন্যায় আমি ভেসে যাই।
অপেক্ষার প্রহর গুনি,
কবে আসবে কালবোশেখি।
তুমি যে আমার কালবোশেখি ঝড়,
এলোমেলো করে গুঁড়িয়ে দাও বারবার।
তবুও ভালবেসে যাই শুধু তোমায় । :'( 

Friday, February 16, 2018

মানব রঙিনী সমীপে পত্র

প্রিয় সরস্বতী
শাশ্বত হৃদ-মন্দিরের প্রেমিকা দেবী; আপনার সমীপে এই অর্বাচীনের শব্দ সমগ্রের দীপশিখা নয় তো কোন মূল্যবান উপঢৌকন,তবু এক পাগল বিবাগী মানবের এই রইলো আরতি- শুক্লপক্ষের বিবসনা রাতের মোহনিয়া সত্য রেখে আপনার পদ্ম-চরণে নিশ্চিন্ত হই; যেমন করে ধীবর তার সমস্ত ঐশ্বর্য খোদার আশ্রয়ে সঁপে দিয়ে নেমে পড়ে প্রাচীন সংগ্রামে। 
হে শাশ্বত নারী প্রতিমা,
আপনার প্রথম উচ্চারিত শব্দের কথা মনে করুন এই পত্রের চোখে,বলেছিলেন- উচ্ছসিত পক্ষীর স্বরে ‘একটি মেয়ে,আপনার অন্ধ ভক্ত,উম্মাদ কাব্য-প্রেমিকা।’ একজন উদ্ভ্রান্ত অকবি-কে এ কেমন সম্মানে ভূষিত করলেন? জানি উত্তর হয় না মানব ইতিহাসের সকল প্রশ্নের,যেখানে হৃদয় আপনার অম্বর হতে শ্রেষ্ঠতর।

পরিচয় পেলাম; সে কি আপনি ছিলেন? নাকি স্বয়ং প্রকৃত স্রষ্টা প্রেরিত কোন মায়া,প্রেম ও স্বপ্ন মিশ্রিত দেবী? জানি নে,জানতেও চাই নে। যেমন জানি নে,আপনার পূর্বজন্মের রূপকথায় দুয়োরানী ছিলেন,নাকি ছিলেন রেমেদিওসের কল্পচিত্র। তাইতো আপনার চোখের জল ও হাসির সংখ্যা নিরুপন্ না করেই চেয়েছি তা অমৃতসর ভেবে পান করতে। আপনার স্মৃতি থেকে বেরিয়ে আসা দুঃসহ বেদনা,ছোট-ছোট সুখানুভূতিতে মোহগ্রস্ত হয়ে ঘুরে বেড়াতাম দ্বীনা নামের এক জীবন-বৃক্ষের শাখা-প্রশাখায়। দিনান্তে বিদেশবিভূঁয়ে আপনার সমস্ত ক্লান্তি হয়ে যেত আমার চোখের নিদ্রা। আপনার নির্ঘুম রাতের শরীরে শুয়ে স্বপ্ন দেখতাম দেবী-দর্শনে পুলকিত আত্মা হয়ে উঠছে পূর্ণমাত্রায় কবি,যে স্বপ্ন আমার হয়ে আপনি দেখেছেন,দেখছেন।

সেই সব দিন-রাত,সেই সব ছাইপাশ কবিতায় কতোবার চেষ্টা করেছি আপনাকে বসন্তের পূর্ণ রঙে রাঙিয়ে তুলতে! অর্বাচীন হৃদয়ের প্রলাপেও যে আপনার উৎসাহ ছিলো যেমন,পরম আত্মীয়ের সুখ কামনা। অথচ,পবিত্র আত্মা অধিকারিনী(আপনি)আর এই অধমের দূরত্ব ছিলো আলোকবর্ষ। যেন সূর্যের মতো দূরের মহাকাশ হতে আমার হৃদয় আলোকিত করছেন,সেই আলো কবিতার মাধ্যমে আপনারই একটি গ্রহে পাঠানোর চেষ্টায় মগ্ন আমি। এমন পাগলও বুঝি হয়! রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন- তোমারে যা দিয়েছিনু সে তেমারই দান, গ্রহণ করেছ যতো ঋণী তত করেছ আমায়। চিরদিন ঋণী রয়ে গেলাম দেবী,যেমন ঋণী রইলো রমনার ঘাসগুলি আপনার পদস্পর্শে; যেমন ঋণী রইলো এই শহরের ধূলিমাখা রাজপথ,ঋণী রইলো কফির পেয়ালা আপনার অধর্স্পর্শে।

এতো যে ঋণ বাড়ে তবু মিটে না পিপাসা
এতো যে চাওয়া ছিলো;
নিদারুণ আশা ভঙ্গে- মৃত্যুর খায়েশ।
যদি মিটে হায় আলতার লোভে
ছুটে যাওয়া প্রজাপতি যেমন মরে
গোপন মায়ার করতলে,
চরণে মিলে না ঠাঁই- মিলে না ললাটে
কাকনে মিলে না ঠাঁই- মিলে না কাজলে।
আত্মার জরায়ুতে যে শরাব রাখি,
তারে পারি নে করিতে পান
পারি নে ফেলে দিতে জলে
গভীর রজনীতে সেজে উঠে অশ্রু পেয়ালায়।
কাজল মোছা যায়,ভোলা যায় ললাটের তিলক
কলঙ্ক ভোলা যায়,ভোলা যায় কাঁচা যৌবনের গান,
হৃদয় নীরে বসে যে জন ভাঙে-গড়ে
আত্মার অদেখা মূরতি
সে যে ঈশ্বর সম,তাঁরে ভোলা মৃত্যুসম ক্ষতি।

ক্ষতি! সেও তো মেনে নেয়া যায়,তাতেও যদি প্রাণের স্পন্দনটুকু অবশিষ্ট থাকে দেহের প্রকোষ্ঠে। বন্ধু বলে যে আত্মার আত্মীয় হয়ে শিল্পীর তুলিতে বসে থাকে,যে তুলি বিনে চিত্র সম্ভবপর নয়; তারে ব্যতিরেক শিল্পী বেঁচে থাকে কি কখনো? থাকে না। যা থাকে,দেহ সর্বস্ব এক পাথর মূরতি বিনে তো নয়।
তাইতো জীবনের প্রতিপদে বন্ধু-ভাবাপন্ন সেই পূর্ণ চন্দ্রের বুকের মাটি দিয়ে সাজাতে চাই আমার শিল্পের নীর। স্বার্থপর শিল্পী যেমন জীবন থেকে জীবন আড়াল করে ফুটিয়ে তোলে পরাবাস্তববাদী চিত্রকর্ম,তেমনই লোকচক্ষুর আড়ালে সাজিয়েছি এক উপাসনালয়; যেখানে ক্লান্তিতে ঘুমিয়ে পড়া দেহের অন্দরে চলে পুণ্যবতী এক শাশ্বত নারী- প্রতিমার স্তুতি।
স্তুতি পত্রে উচ্চরিত হয় তিনটি শাশ্বত ইচ্ছে আমার কবিরানী সমীপে।
  জীবনের ভাগ চেয়ে আপনাকে নামাতে চাই নে মর্তের জমিনে,শুধু চাই - কবি আত্মা ধারণকৃত বক্ষে মস্তক ঠুকে একটিবার অশ্রু রূপী দুঃখ বিসর্জন দিন।
   আপনার যৌবন সুধা পামর হস্তে স্পর্শ করে দুষিত করতে চাই নে,শুধু আরাধ্য এই- দু’ফোঁটা শিশির সমান অশ্রু আমায় উপহার দিন,অমৃতসর ভেবে পান করি আপনার কষ্টের হীরক খণ্ড।
   অনন্তকাল যারে নীদ-ঘোরে বুকে তুলে রাখি হে হাউজে কাউসার প্রবাহ স্রোতস্বতী,তাঁর চরণ চুম্বন মর্তের আখেরি আরতি।

আজো কৃষ্ণচূড়ার বুকে জমা কোকিলের অশ্রুর কসম করে বলছি- আমাকে এক পেয়ালা অশ্রু দেবেন? পান করব! এ ছাড়া আপনার দুঃখের আঙিনায় প্রবেশের আর কোন পথ যে পাই নে। আপনাকে ধারণ করবার মতো মহাকাশ ব্যাপী হৃদয় হয়তো নেই,হয়তো নেই আপনাকে সাজিয়ে রাখার মতো পুষ্পাধার,তাইতো আপনার চরণ চুমি; তাইতো সমস্ত পৃথিবীর মায়া-মমতা রেখে দেই আপনার পায়ের তলায় সেজদা রত ঘাসে।

চোখের আড়ালে দেব-দেবী,ঈশ্বর থাকেন,থাকেন আপনিও। দু’দিনের তরে এই পামর দৃষ্টি আপনার শিল্পিত রূপের গাঙ্গে স্নান করার সৌভাগ্য অর্জন করেছে। সে আপনারই মেহেরবানি আফ্রিদিতি।
আমার গৌরবের পালকে দেবী দর্শনের হীরক চিহ্ন এঁকে দিয়ে কৃতার্থ করেছেন অধম ভক্ত-কবিরে। জানি না আজকের এই বসন্ত দর্শন আমাদের শেষ দর্শন কিনা,জানি না ঈশ্বরের পাণ্ডুলিপিতে আমাদের নামে আরেকটি সন্ধ্যা পঙক্তি লিপিবদ্ধ হবে কিনা। এটুকু জানি,আপনাকে মুক্তি দিতে পারলাম না আমার কবি হৃদয় হতে,আমার ভাবনার কল্পরাজ্য হতে। এই মর্মে যদি বা পাপী হই তবে,আমাকে শাপ দিন। জাহান্নাম! সে নিশ্চয়ই আপনার মন খারাপের চেয়ে ভয়ঙ্কর নয়,আপনার কান্নার চেয়ে বিভৎস নয়। রাতজাগা পাখি,শেষ করছি প্রলাপ; সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করছি,এই পৃথিবী আপনার করুণার দ্বারে অবনত হোক। বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো অফুরান।


         ইতি
আপনারই ভক্ত ‘কবি’

Saturday, January 13, 2018

তুমি রবে নীরবে, হৃদয়ে মম!!

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন, 
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।

মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,

তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।

তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥