Friday, December 30, 2016

বিদায় ২০১৬ !!!

শেষ হয়ে যাচ্ছে আমাদের ভালোবাসার আরেকটি বছর। যেদিন তুমি বলেছিলে, " ভালোবাসো আমায়", সেদিন থেকে আজ ৫ বছর পার হয়ে ৬ তম বছরে চলছি আমরা। ২০১৬ আমার কাছে বিশেষ একটি বছর। কারণ, ২০১৬ তে একবার ও তুমি আমার সাথে Break up  করনি। ২০১২ সাল থেকে ২০১৫, প্রতি বছর একবার Break up না করলে তোমার শান্তি নাই। এখন মনে হয় আমরা Matured  হয়ে গেছি। তাই আর আগের  মতো ঝগড়া হয় না। Thank you so much for making my life beautiful. I am nothing without you. I wanna love you till my death. Please, always be mine. Don't leave me !!!

Friday, December 16, 2016

বাঁচতে চাই তোমাকে ঘিরে

যবে থেকে তোমায় বেসেছি ভালো,
তবে থেকে আমার বেঁচে থাকার অবলম্বন শুধু তুই। 
আমার আকাশ
আমার বাতাস।
আমার নদীজল, আমার পৃথিবী,
আমার নিঃশ্বাস,
আমার বিশ্বাস,
শুধুই যে তুই।
আমি তোমাতে থাকি, তোমাতে হারাই,
তোমার মাঝে,
নিজেকে খুঁজে বেড়াই।
বেঁচে আছি আজ তোমারই তরে,
আরও বাঁচতে চাই তোমাকে ঘিরে।
আমার জীবন,
আমার মরণ
সঁপে দিলাম তোমারই তরে।


Thursday, December 8, 2016

ভাগ্য !!!

মানুষ নাকি ভাগ্য নিজের হাতে গড়ে। আমিও নিজের ভাগ্য গড়তে  চেয়েছিলাম। কিন্তু না, আমার ভাগ্য অবিশ্বাস্য রকম খারাপ। অনেক বেশী খারাপ। আল্লাহ নিজে আমার ভাগ্য নির্দিষ্ট করে দিয়েছেন। আমার কাছে কিছুই নাই। হাজারো চেষ্টা করেও ভাগ্য থেকে এক চুলও নড়তে পারিনি।  যতই মানুষ নিজের চেষ্টার দোহাই  দিক না কেন, মানুষ ভাগ্যের হাতের পুতুল।

Saturday, December 3, 2016

Answer plzzz

ইদানিং সত্যিই তোমাকে কেন জানি আমার সহ্য হচ্ছে না। এমন হলে তো সংসার  টিকবে না। বুঝতে পারছিনা কি করা উচিত আমার।  অল্প কিছুতেই তোমার সাথে breakup করতে ইচ্ছা হয়।কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত ও ভাবতে পারিনা। আমার নিঃশ্বাসের সাথে মিশে আছো তুমি। আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি গুলো তোমার সাথে কাটানো সময়গুলো। তখন ভালোবাসায় লাভ লোকসানের হিসাব ছিল না। এখন তোমার Job আমার career, সবকিছু নিয়ে ভাবি। আগে এসব কিছুই ভাবতাম না। এখন কেন এসব ভাবছি?  হয়তো সত্যিই ভালোবাসার জন্ম শরীরে।  অনেক দিন দূরে আছি, তাই এমন হচ্ছে। তোমার কি মনে হয় ? কি করা উচিত আমাদের? তোমারও কি আমার মতই অবস্থা ? শুধু Formality রক্ষা করার জন্য আমাকে সময় দিচ্ছ কি ?
আমি সত্যিই তোমাকে miss  করি। তোমার সাথে কথা না বললে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
আর একটা কথা......... শুনেছি মনের উপর Pressure পড়লে শরীর খারাপ হয়। তার প্রমান আমি নিজে। শুধু তুমি তোমার  XGF  এর সাথে দেখা করার কথা বলেছ। আর তাতেই এক রাতের মধ্যে এতো অসুস্থ হয়ে পড়েছি, খুব মাথা ঘুরছিল, মনে হচ্ছিল Senseless হয়ে যাবো। হসপিটালে যাওয়ার পর DOCTOR বলছে, Urgent admit করতে হবে।Wheel chair  এ আমাকে নিয়ে গেছে। নিজের হাটার শক্তিটুকু ও ছিল না। ৩ জন Doctor দেখিয়েছি একসাথে।  কেউ কোনও বড় সমস্যা পাচ্ছে না। পরে নিজেই বুঝতে পেরেছি, আমার সমস্যা কি । আমার সবচেয়ে বড় সমস্যা আমি নিজে। আমার সমস্যা তোমাকে ভীষণ ভালবাসি।আমি কি emotionally তোমাকে ভালবাসছি ?  নাকি Emotion এর মধ্যে Rationality ঢুকে গেছে। তাই এতো  Problem হচ্ছে। Answer plzzzzzz  "ur feelings about me" !!!

Wednesday, November 30, 2016

কি' ই বা আসে যায় তাতে ???

 নাইবা রাখলাম কারো হাতে হাত,
রাখবো না কখনোই কারো ঠোঁটে ঠোঁট।
কি' ই বা আসে যায় তাতে ???
পৌষের শীতলতায় নাইবা রাখলাম,
কারো উষ্ণ বুকে মাথা।
শুনবো না কান পেতে কারো বুকের হৃদ স্পন্দন।
হয়তোবা কখনো জড়িয়ে ধরবেনা কোনও হাত
গভীর ভালোবাসায় ।
কি' ই বা আসে যায় তাতে ???
যৌবনের ফোঁটা ফুল হয়তো,
অকালেই শুকিয়ে ঝরে যাবে। 
কামনার আগুনটা, 
জ্বলার আগেই নিভিয়ে দেব।
ভাববো__
সবাইকে সবকিছু চাইতে নেই,
 সবার জন্য সব নয়।
মাঝে মাঝে__মন কেমন যেন করবে,
ছোট্ট একটা শিশুর 
নিষ্পাপ খিলখিল হাসির জন্য।
হয়তো বুকের ভিতরটা খালি খালি লাগবে,
কখনো মাথায় আকাশ ভেঙে পড়া আর্তনাদে
ভারী হবে ঘরের দেয়াল বুক ভাঙ্গা কান্নায়।
জগতের কি' ই বা আসে যায় তাতে ???
জং ধরা ঘুনে খাওয়া সমাজ,
হয়তো বলবে দু' চারটা কটু কথা
আমার কি' ই বা আসে যায় তাতে ???
আমি আমার...
থাকবো আমায় ঘিরে,
তোমার কি' ই বা আসে যায় তাতে ???




Friday, November 25, 2016

তুমি কি জানো ?

তুমি কি জানো ?
তোমার কথায় সৌন্দর্য নেই,
তবুও আমি অধীর আগ্রহে তোমার কথা শুনি।
তুমি কি জানো ?
তোমার কোনও রোমান্টিকতা জানা নেই,
তবুও, আমার রোমান্স শুধু যে তোমায় নিয়েই।
তুমি কি জানো ?
তোমার গল্পে প্রাণ নেই,
তবুও প্রতীক্ষিত শ্রোতা হয়ে তোমার গল্প শুনি।
তুমি কি জানো ?
তোমার গানে সুর নেই,
তবুও আমি মুগ্ধ হয়ে তোমার গান শুনি।
তুমি কি জানো ?
তোমার চোখে গভীরতা নেই,
তবুও আমি সেখানে ডুবে যেতে চাই।
তুমি কি জানো ?
কি করে ভালবাসতে হয়,
জানো না ।
তবুও আমি তোমার ভালোবাসার প্রতিক্ষায় প্রহর গুনি।
তুমি কি জানো ?
কেন আমি এতোসব করি ?
কারণ, আমি শুধু তোমায় ভালবাসি !!!

ভালোবাসার স্টক

সুখের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো এক ভিখারিনী আমি!!!

খুঁজে বেড়াই একটু সুখ, 

একটু ভালোবাসা। 

কেউ কি আছো, দেবে আমায় ?

জানিনা ! সব্বাই তো দিতে চায়।

কিন্তু, ক'দিনেই কেমন যেন সব ফুরিয়ে যায়।

তোমাদের স্টকে ভালোবাসা এতো কম কেন ?

নাকি, শুরুতেই সব উজার করে দিয়ে দাও ?

তারপর, ক'দিনেই ফুরিয়ে যায় সব ভালোবাসা।

ভালোবাসার কি বাড়া কমা আছে নাকি ?

আছে নাকি কোন স্টক ?

যেখানে, সঞ্চিত থাকে সুপ্ত ভালোবাসা ।

তারপর, কাউকে পেলে সব উজার করে দিতে চাও।

পরক্ষনেই শেষ হয়ে যায় তোমাদের স্টক।

আর, ভালোবাসা পেয়ে পেয়ে যে হয়েছে পিয়াসী ,

সে তখন ভালোবাসার তৃষ্ণায় ছটফট করে।

বুকের ছাতি ফেটে মরে যাওয়ার উপক্রম হয়,

তখন তোমাদের ভালোবাসায় ভাঁটা পড়ে।

ভালোবাসার মানুষের প্রতি নির্মমতা করতেও বাধেনা তোমাদের।

এই কি তোমাদের সেই ভালোবাসা ?

যা শুধুই স্টকে জমা থাকে ???

Monday, October 31, 2016

আমার চাই

আমার একটা শক্ত হাত চাই,
যে হাত আমাকে শক্ত করে আঁকড়ে রাখবে সারাজীবন।
শত ঝড় ঝঞ্ঝাট, বাঁধা বিপত্তিতে, 
কখনো সে হাত ছাড়বে না আমার হাত।
আমার একটা ভালোবাসা ভরা বুক চাই,
যে বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমাব আমি,
সে বুক পরম মমতায় আগলে রাখবে আমাকে।
আমার দুটো মমতায় ভরা চোখ চাই,
যে চোখ দেখবে শুধু আমাকেই।

Sunday, October 30, 2016

তোমারে......।

আমি তোমারে দেখেছি বলে
দেখিনি তো চাঁদ
তোমাকে ছুঁয়েছি বলে
স্পর্শ করিনি তো পৃথিবীর অন্য কোন হাত।
আমি তোমারে পূঁজিব বলে
সেজেছি পূঁজারী
তোমারে আঁকিব বলে
এহৃদয় করিলাম সৃজন
তোমার প্রেমে হলেম চিত্রকর
রঙে রঙে আঁকিলাম তোমার ঐশ্বরী।
আমি শত রূপে অন্তরে তোমারে দিয়েছি স্থান
তুমিই প্রেম, বিরহ তুমি, তুমি অভিমান।
তুমি আমার অষ্ট প্রহর
মন খারাপের সান্ত্বনা
তুমি আমার চাঁদের আলো
ভালোবাসার যন্ত্রনা।

Tuesday, October 11, 2016

দুঃস্বপ্ন

শুরু করেছিলাম স্বপ্ন দেখতে। হয়তো আবার ভুলে যাবো সে স্বপ্ন। আমার পৃথিবীর চারিদিক দুঃস্বপ্নে ঘেরা। আবার ডুবে যাবো দুঃস্বপ্নের নগরীতে। যেখানে ডুকরে ডুকরে কাঁদে স্বপ্ন। অশ্রুর বন্যায় ভেসে যায় সপ্ননের পৃথিবী। সব শেষ !!! ভেসে যাবে সব স্বপ্ন । সবাই ভালোই থাকবে, শুধু আঁধার ঘেরা আমার পৃথিবী।

Friday, September 23, 2016

অন্য কারো প্রেমপত্র / তুমি যদি ১ টা লাইন ও আমাকে নিয়ে লিখতে, আমি তোমার কোথায় আছি ? খুব জানতে ইচ্ছে করে :(

প্রিয়তমা যাদুমনি,
কেমন আছ? অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে করলো। আসলে একা একা না লিখলে মনের প্রেক্ষাপট তুলে ধরা খানিকটা হলেও প্রতিকূল। অনেক রাতে তোমাকে মিস করার মুহূর্তগুলো অসম্ভব সুন্দর। ঠিক যেন নির্মেঘ আকাশে ঝলমল করতে থাকা একরাশ তারার গোল্লাছুট খেলা। আর চিকন চাঁদের মুচকি হাসি। তুমি কেমন যেন আমার প্রতিটি অনুভুতি আচ্ছন্ন করে ফেলেছো। আমার ধমনী শিরায় প্রবাহমান প্রতিটি রক্তবিন্দু তোমাকে খুব আপন করে চিনে গেছে। আমার ছয়টি ইন্দ্রিয়ের যে কোনো এক বা ততাধিক অনুভুতি তোমাকে কোনো না কোনাভাবে মনে রেখে চলেছে। সর্বদা তোমাকে সাজিয়ে চলেছে। কখন কিভাবে তোমাকে কেমন লাগবে। সেদিন যখন তুমি নজরুলের জন্মদিন পালনের কথা বলেছিলে, আমার নিজের অজান্তেই তোমার একটা ছবি আমার মানসপটে ভেসে ওঠে সেখানে তোমার সাজটা ছিলো অদ্ভুত রকমের সুন্দর। কালো একটা শাড়ী পরেছো সাথে সাদা ব্লাউজ আর কপালে একটা বড় কালো টিপ। তোমাকে আমি ঠিক সেই সাজটার কথা বলতেই ঠিক ঘন্টা খানেকের মাঝেই আমাকে অবাক করে দিয়ে সেই সাজে সজ্জিত হয়ে আমাকে কয়েকটা ছবি তুলে পাঠালে। আমি কিভাবে যে অভিভূত হয়েছি তা লিখনী দ্বারা অপ্রকাশ্য। সত্যি ই বলি আমি। যেমন পাগল আমি ঠিক যেন তারই স্বরূপ পাগলী তুমি। তোমার এই পাগলামী ই আমার সারা জীবনের সঞ্চয় করে রাখতে চাই। যখন আমাদের আর পাগলামী করার অবকাশ অথবা সুযোগ থাকবেনা কিন্তু অফুরন্ত না কেটে যাওয়া সময় থাকবে তখন এ গুলা একটু একটু করে খুলে যৌবনের প্রেম টাকে আরেকবার উপভোগ করে নিব, যাকে এক কথায় বলে বুড়ো বয়সে ভীমরতি আর কি? হা হা হা! অনেক কথাই লিখে ফেললাম। একটু বেশিই আবেগপ্রবন হয়ে পরেছিলাম মনে হয়। পাগল মন বলে কথা।।।।।।
আজ এ পর্যন্তই রইল। রাত্রিকালীন শুভেচ্ছা নিও। আর ভালোবাসা নিতে বলবো না। কারন সেটা আমার কাছে আর অবশিষ্ট তেমন নেই। যা ছিলো তোমাকে দিয়ে দিয়েছি। ওখান থেকে একটু একটু করে খরচ করে নিও।
ইতি
তোমার ...........................

Tuesday, September 6, 2016

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

One of my most fevourite song !!!
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন (lyrics by Nochiketa)

Friday, August 26, 2016

আমি যে নিঃস্ব হয়ে যাবো

জান রে, জান আমার !!!
আমি জানি না কিভাবে তোমাকে বোঝাবো, তুমি আমার কে । জানিনা, তুমি আমায় কতটা চাও। কেন জানি আমাদের সম্পর্কটা কেউ সহজভাবে নেয় না। সবাই আমাকে খালি উল্টা পাল্টা বুঝায়। সবাই আমাকে খালি বলে, তুমি নাকি আমাকে কোনও দিনও বিয়ে করবে না। খালি time pass করছ । আমি কারো কথায় কান দেই না। আমি তোমাকে বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। কিন্তু মানুষ যখন উল্টা পাল্টা বলে, খুব কষ্ট হয় আমার। তোমাকে হারানোর কথা এক মুহূর্তের জন্য ও ভাবতে পারি না। মনে হয় কষ্টে আমার বুকটা ফেটে যাবে। আজও ১ জন আমাকে বলেছে। একটু আগে ছাদে গিয়ে অনেকক্ষণ কেঁদেছি। তারপর তোমাকে call দিলাম। সারাদিন কথা হয়নি তোমার সাথে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কাল তোমার Important ১ টা exam. তাই অযথা কান্নাকাটি করে, তোমার মন খারাপ করতে চাইনি। কিন্তু মন যে মানে না। তাই এখানে লিখলাম। জানি, লেবু বেশী চিপলে তিতা হয়ে যায়। এক কথা তোমাকে রোজ বলতে, আমার ও খারাপ লাগে। যখন অন্য মানুষ তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, তখন আর যে পারিনা। তাই বার বার তোমাকে এসব বলি। তোমাকে এতো হারানোর ভয়ে থাকি !!! হয়তো তুমি যখন লেখাটা পড়বে, খুবই সাধারন কথা মনে হবে তোমার কাছে। কিন্তু জানো, আমি এখন অঝোরে কাঁদছি। তুমি যে আমার শেষ অবলম্বন।তোমাকে হারালে, আমি যে নিঃস্ব হয়ে যাবো।

Tuesday, August 23, 2016

শুধু তোকে !!!

শুধু তুই, শুধুই তোকে ঘিরে বাঁচতে চাই। 

ভালবাসি, ভালবাসবো শুধুই তোকে।
উজার করে দেব আমার পুরো পৃথিবী শুধুই তোকে,
আমার পৃথিবীর আকাশ, বাতাস, গাছ, ফুল- পাখি,
সবকিছুতে মিশে আছিস শুধুই তুই।
আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে,
অক্সিজেনের মতো মিশে আছিস শুধুই তুই।
নিকষ কালো আঁধারে,
তুই আমার এক টুকরো চাঁদ।
আমার আকাশের তারায় তারায় লিখেছি যে,
শুধুই তোর নাম।
তোর ভালোবাসায় সিক্ত হয়ে,
মরতে চাই তোর বুকে মাথা রেখে,
শুধুই তোকে ভালোবেসে।।

Saturday, July 23, 2016

কতটা ভালবাসি তোমায়


নিষ্প্রাণ চোখদুটো দিয়ে শুধু অশ্রু ই ঝরত। কখনো ভাবতেই পারিনি অশ্রু ঝরানো ছাড়াও চোখের অন্য কোনও কাজ থাকতে পারে।
আজ নিষ্প্রাণ চোখে প্রান ফিরে এসেছে। চোখ পেয়েছে নতুন ভাষা। দেখতে শিখেছে রঙিন পৃথিবী, দেখতে শিখেছে সপ্ন।
চোখ আজ তোমায় নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখে। মন আজ আকাশ ছুতে চায়।খুশিগুলো ছড়িয়ে দিতে ইচ্ছে করে পুরো পৃথিবীকে। জানিয়ে দিতে ইচ্ছে করে পুরো পৃথিবীকে.................. কতটা ভালবাসি তোমায় !!!

Tuesday, July 19, 2016

ভয় !!!

যখন তোমাকে পাওয়ার সম্ভাবনা বেঁড়ে গিয়েছে, তখন হারানোর ভয়টা আরও বেশী বেঁড়ে গেছে। রোজ রাতে হাবিজাবি স্বপ্ন দেখি। সর্বদা তোমাকে হারানোর ভয়ে ভীত থাকি। মনে হয় এই বুঝি, তোমাকে হারালাম। আসলে তোমাকে হারাতে হারাতে যখন সত্যিই পেলাম, তবুও সর্বদা ভয়ে থাকি। আবার যদি হারাই,সহ্য করতে পারবো তো ? আবার মনে হয়, আমার আজীবন কপাল পোড়া। এতো সুখ সইবে তো আমার কপালে ?

স্বপ্ন !!!

"ছেলেটা কথা দিয়েছিলো বিয়ের পর অফিস থেকে আসার সময় প্রতিদিন মেয়েটার জন্য সাদা ফুলের মালা নিয়ে আসবে ... সাদা ফুল মেয়েটার খুব প্রিয় !! মেয়েটা বলেছিলো, সে আর কখনো চুল ছোট করবে না ... লম্বা চুলে খোপা করবে ... সেই খোপাতে অফিস ফেরত ছেলেটা যখন ফুলের মালা গুঁজে দিবে, মেয়েটা খুব ব্যস্ততার ভান করে রান্না ঘরে যেতে যেতে বলবেঃ

"অ্যাই !! ছাড়ো তো ... চুলায় তরকারি পুড়ে যাচ্ছে !!"
তরকারির পোড়া গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে ঘরটা জুড়ে, ছেলেটা আর মেয়েটা তখন শক্ত করে একজন আরেক জন কে ধরে রাখবে !! মেয়েটা ঠিক করে রেখেছিলো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে তার নাম কি রাখবে আর ছেলে হলে নাম রাখবে ফারাবি,,, ... কাগজে লিখে রেখেছিলো, সপ্তাহের কোন দিন কেমশারি টানাবে আর কে মশারি গুজবে !!
বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে তারা ঠিক করেছিলো, জোছনা রাতে তাদের বিয়ে হবে ... চোখ বুজে ছেলেটা ভাবতোঃ বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে মেয়েটাকে তখন পরীর মত লাগবে !!
... ... ...
জোছনা রাতেই মেয়েটার বিয়ে হয়েছিলো ... "৫ ফুট ১০ ইঞ্চি, নিজের বাড়ি আছে, অমুক ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যান্ডসাম, অমুক কোম্পানির সিইও, হাই ফাই ফ্যামিলি" - নামক কয়েকটা শব্দের সাথে মেয়েটার বিয়ে হয়েছিলো ... বাবা-মা এর পছন্দ !!
মেয়েটা এখন বেঁচে আছে ... হয়তো ভালোই আছে ... শুধু তরকারি রান্নার সময় যখন কলিং বেল বেজে ওঠে, নিজের অজান্তেই কেঁপে ওঠে মেয়েটা ... লম্বা চুলে খোপা করার সময় তার হাত কাঁপতে থাকে শুধু ... রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখলে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কেন জানি ... বেলি ফুল তার সহ্য হয় না এখন ... একদমই সহ্য হয় না !!
ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে
- কেউ জানে না ... হয়তো ভালোই আছে... শুধু বসন্তের বিকেলে তার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় ... শুধু জোছনা রাতে তার চোখে অমাবস্যা থাকে ... ঘোর অমাবস্যা থাকে !! "সব তোর ভালোর জন্যই" - কথাটাকে বিশ্বাস করে বাবা-মা এর কথায় রাজি
হয়ে গিয়েছিলো মেয়েটা ... সব ভালো সবসময় সহ্য হয় না ... তথাকথিত "ভালো" এর জন্য অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটা
অসম্ভব না ... মানুষ ঠিকই বেঁচে থাকে ...মরে যায় শুধু স্বপ্নগুলো !!"
,,
,,
,,
তবুও মানুষ ভালবাসে।।।।।।।।।।

(Collected)

প্লিজ ! আমাদের স্বপ্নগুলো মরতে দিও না।

Thursday, July 14, 2016

শুধু জানি

পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের ভালবাসাও আলাদা আলাদা। সবাই কিন্তু ভালবাসতে পারে না। কিছু কিছু মানুষ প্রচণ্ড ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়। তারা সব অবস্থায় , সবসময় একই রকম ভালবাসতে পারে। হাজারো ঝড়ে, তাদের ভালোবাসা অপরিবর্তিত থাকে। জানিনা, আমি সেই দলের কেউ কিনা ? শুধু জানি তোমায় প্রচণ্ড ভালবাসি !!!

যাবে কি সঙ্গে আমার ???


আমায় নিয়ে একটু সমুদ্রের পাড়ে যাবে ? আর একটু ঝর্ণা ! প্লিজ !!! খুব ইচ্ছে করছে, শুধু তোমার সাথে যাবো। ছোট্ট জীবনে, ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো তো পূরণ করা যায়, তাই না ??? আমি কখনো সমুদ্র , ঝর্ণা কিচ্ছু দেখিনি। আবার তোমাকে ছাড়া যে আমার সবকিছু অসম্পূর্ণ । তাই অন্য কারো সাথে গেলে হবে না। শুধু তোমারই সঙ্গে যাবো।

প্লিইইইইইইইইইইইইইইইইজ !!!

Saturday, July 9, 2016

নামহীন শিরোনাম

ভালবাসাহীন শত জনম বেঁচে থাকার চেয়ে , ভালোবেসে একদিন বেঁচে থাকা অনেক ভালো। আমাকে যদি তোমায় ছেড়ে, শত বছর বাঁচতে দেয় , আমি চাইনা সেই শত জনমের জীবন। তোমার সাথে একদিন বাঁচার সুযোগ দিয়ে আমাকে যদি মেরে ফেলা হয় , আমি সেই একদিনই তোমার সাথে তোমায় ভালোবেসে বাঁচতে চাই।

Thursday, June 23, 2016

যখন ( তোমাকে বলতে ইচ্ছে হল খুব)

যখন
মেঘের চাদর টেনে আবছা জোছনায়
টিপ টিপ বৃষ্টি,
যেন আমি পাশে তোমার একসাথে ভিজছি।
যখন
সূর্য দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
যেন আমি পাশে তোমার
তোমায় দেখছি।
যখন আমি থাকবনা
মনে রেখ আমার এই গান।
যখন ছায়া ঘেরা সবুজের বন
হাত ছানিতে ডাকবে নীলে,
যেন আমি পাশে তোমার হাত ধরে হাঁটছি।
যখন 
বাতাসের ঘ্রাণ চমকে থাকে 
এক দমকা খুশিতে
যেন আমি পাশে তোমার চোখ জলে ভাসছি।।
(lyrics warfaze)


Sunday, June 19, 2016

খুব বলতে ইচ্ছে করছে

এখন গভীর রাত। একা বসে ভাবছি শুধু তোমায়। জানো, সারাদিন আমার কল্পনায় তোমার বসবাস। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে ইচ্ছে করে তোমায় জড়িয়ে আবারো বলি , খুব ভালবাসি !!! কে আছে তোমার মত এমন ? কে আমায় বুঝবে তোমার মত ? কে আছে তোমার, আমার মতো তোমায় ভালবাসবে ? কেন জানি অশ্রু বাঁধ মানছে না, লাইব্রেরী থেকে নিয়ে আসা বইটা ভিজে যাচ্ছে। এখনই খুব বলতে ইচ্ছে করছে, "ভালবাসি তোমায়" ।

Wednesday, June 8, 2016

তোমায় ভালবেসে

একটা লাইন লিখতে চাই ,
তোমায় ভালবেসে।।
একটা গান গাইতে চাই,
তোমায় ভালবাসি বলে।
কিন্তু, তোমায় এতো ভালবাসি যে,
ভাষা খুঁজে পাচ্ছি না। 
আবেগ , প্রেম, ভাষার উর্ধে।
প্রকাশ করার ভাষা আমার জানা নেই।
আমার উত্তাল প্রেমের অসীম দুয়ারে,
পৃথিবীর সব ভাষা থমকে গেছে।
তবুও বলি, খুব বেশী ভালবাসি ,
যতটা ভালোবাসা সম্ভব।।




Friday, June 3, 2016

তুই কি জানিস ?

তুই কি জানিস ?
জীবনের সব কিছু ভেঙ্গেচুরে চুরমার। 
হাজারো ভাঙ্গা স্বপ্ন, আর দীর্ঘশ্বাসের মাঝে
তুই আমার এক টুকরো শেষ স্বপ্ন।
তুই কি জানিস ?
গ্রীষ্মের তপ্ত রোদের ক্লান্ত পথে,
তুই আমার মাথার উপর এক টুকরো মেঘ।
তুই কি জানিস ?
অথই বন্যার প্লাবনে ভেসে যাচ্ছিলাম আমি,
তুই আমার তীরের জাহাজ।
তুই কি জানিস ?
ঝড় ঝঞ্ঝাট আর ঘূর্ণিঝড়ে ঘুরছি আমি,
তবুও তুই আমার শেষ আশ্রয়।
তুই কি জানিস ?
তুই আমার বেলা শেষে রক্তিম সূর্যের লাল স্নিগ্ধ আলো।
তুই কি জানিস ?
তুই আমার নিকষ আঁধার রাতের
মেঘের ফাঁকে এক টুকরো চাঁদ।
তুই আমার সব!
তুই আমার শেষ সম্বল, শেষ অবলম্বন, শেষ মুহূর্ত।
ভালবেসে যাবো শুধু তোকে আমৃত্যু !!!


Tuesday, May 24, 2016

হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে

শুনেছি সমুদ্র অনেক সুন্দর। কিন্তু, পূর্ণিমা রাতের সমুদ্র আরও অনেক অনেক বেশী সুন্দর, অনেক বেশী মোহময়। পূর্ণিমা রাতের সমুদ্র এতো সুন্দর যে, কিছু কিছু সুন্দরপাগল মানুষ পূর্ণিমা রাতে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। ঠিক তেমনি আমিও তোমায় ভীষণ ভালবাসি। যখন তুমি আমাকে ভালোবাসো, আমারও ইচ্ছে করে, তোমার প্রেম সাগরে ডুবে আত্মহত্যা করতে। আমি হাজার কোটি বার মরতে চাই তোমায় ভালবেসে, বার বার জন্ম নিতে চাই তোমায় ভালবাসবো বলে।

Friday, May 13, 2016

জীবন সঁপেছি তোরই নামে

এলোমেলো ইচ্ছে যত
ভালবেসেছি তারই মতো
ডুবে আছি আজও তোরই প্রেমে
জীবন সঁপেছি তোরই নামে।( সংগৃহীত) 

Saturday, April 30, 2016

কথামালা


এই কথা, সেই কথা, ওই কথা
কত কথা বলবো বলে,
তোমার জন্য কথার মালা গেঁথে রেখেছি।
সারাদিন কত কথা ভাবি,
কত কথা বলতে ইচ্ছা করে।
কিন্তু, তোমার সময়ই নেই আমার কথা শোনার।
কথামালা টা শুকিয়ে ,
একটি একটি করে ঝরে পড়ছে।
ঠিক যেভাবে শুকনো ফুলের মালা দিয়ে,
ঝরে পড়ে ফুলগুলো। 
জানো তো, 
তুমি আমার পৃথিবী।
তোমাকে ছাড়া, কারো সাথেই কথা বলতে ইচ্ছা করেনা।
আমি বাঁচাল, কিন্তু সেটা শুধু তোমার কাছে।

Tuesday, April 26, 2016

খুব বেশী ভালবাসি যে তোমায়

নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে।
তোমার ইচ্ছার বিরুদ্ধে , তোমাকে ভালবাসছি না তো ?
আমাকে ভালবাসতে তোমাকে বাধ্য করছি না তো ???
কেন এমন হয় ?
এতো ভালোবাসা কিভাবে কর্পূরের মতো উবে যায় ?
সেটা কি আসলেই আদৌ ভালোবাসা ছিল ?
আমার ভালোবাসা তো অপরিবর্তনীয় , কি করবো আমি ?
খুব বেশী ভালবাসি যে তোমায় !!!

Saturday, April 23, 2016

শুধু ই তোমাকে চাই

আমার বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ভালোবাসায় আমি সিক্ত। কিন্তু শুধু তোমার একটু ভালোবাসার জন্য, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। সব তুচ্ছ মনে হয়, কেন তুমি বোঝ না ??? এতো ভালবাসি ! তবুও তোমার কি চাই ? একটাই তো জীবন, এতো কষ্ট নিয়ে বেঁচে থেকে কি লাভ? যে জীবনে তুমি থাকবে না !!! আমি কিচ্ছু চাইনা। শুধু তোমায় ! শুধু ই তোমাকে চাই।

LOVE YOU

অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু আজ আমার সমস্ত ভাষা থমকে গেছে, অধিক শোকে পাথর, সেই রকম অবস্থা। কিছুই বলতে পারছি না। শুধু বলতে চাই.......।।
Without any reason,
without any condition.
without any need,
without any greed.
without anything, I love you.
You are my heart, soul & everything, every second, every breath, every twinkling I love you.
Believe you or not. Its true as Universe.

Wednesday, April 20, 2016

শহুরে বসন্ত

কে বলে বসন্ত ঋতুরাজ ?
আমি বলি ঋতু দাস।
কে বলে, বাসন্তি পাখির গান ?
আমি শুনি বাসের তীব্র হর্ন।
কে বলে দখিণা হাওয়া?
আমি বলি ধুলোয় ভেসে যাওয়া।
কে বলে পুষ্প কাননে ফুল ?
আমি দেখি বাসন্তি শাড়ির আঁচল।
কে বলে সবুজ পৃথিবী ?
আমি দেখি ইট পাথরের দালানকোঠা ।
সবই আমার নাগরিক জীবনের 
বাসন্তি অভিজ্ঞতা !!

Tuesday, April 19, 2016

বসন্ত

হে ফাগুন, এসেছ ধরায় মঞ্জুরি কুঞ্জে
এসেছ দখিণা হাওয়ার তানে
এসেছ দিগন্তের সীমান্ত পানে।
এসেছ নারীর শাড়ির উঠানে।
চারিদিকে সবাই বলছে, "বসন্ত এসেছে"
হয়তো তাই হবে,
আমি শুধু শুনে যাই।
এমন তো কত বসন্তই এলো গেলো।
কই ! কখনো তো কোনও বসন্ত স্পর্শ করেনি আমাকে।
কখনো তো এই শুষ্ক রিক্ত জীবনে,
কেউ ফোটায় নি ফুল।
ইট পাথরের ঢাকা শহরে,
বসন্ত শুধু ক্যালেন্ডারেই আসে।
হয়তো, বিশেষভাবে পালিত হয় এ দিনটি।
আর আমার বসন্ত ?
সে তো ফুল ফোটার আগেই ঝরে পড়ে।
শুকিয়ে যায় খর রোদ্রের উত্তাপে,
পুড়ে ছারখার হয়ে যায় সব স্বপ্ন।। 


একটি অপ্রকাশিত ছোট্ট স্বপ্ন ভেঙ্গে যাওয়ার সত্যি গল্প......।।

মানুষ বৃষ্টি পাগল হয় শুনেছি।
তবে, আমার মত বৃষ্টিপাগলী কাউকে দেখিনি। কখনো রাত ১২ টার ঝুম বৃষ্টিতে ভিজেছি, কখনো ভোর ৪ টায়, কখনো বা সকাল- দুপুর- বিকেলে।। বৃষ্টি এলে, আমার বৃষ্টিতে ভেজা চাই-ই চাই। নিজেকে বৃষ্টিকন্যা পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কখনো কাউকে বৃষ্টির মত করে আপন ভাবিনি।
তবুও,
একজন এসেছিল!!! আমার বৃষ্টির সতীন। খুব ইচ্ছে হত, ওর হাতে, হাত রেখে বৃষ্টিতে ভিজব। বৃষ্টি ; আর ওর স্পর্শে একাকার হয়ে যাবো।কিন্তু কখনোই তা আর হয়ে উঠেনি। ওকে অনেক অনুরোধ করেছি, আমার সাথে কয়েকটা মুহূর্ত বৃষ্টিতে ভিজতে। আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় কখনোই ওর হয়নি। এতটাই ভালবেসেছিলাম, কখনো ওর অবহেলাটুকু আমার স্বপ্নিল চোখে ধরা পরেনি। আমার মনে তো কোনও পাপ ছিলনা। কোনও দিনও বৃষ্টি আর ও!কে, একসাথে পাইনি। ও হয়তো চাইলে সে আনন্দ টুকু আমাকে দিতে পারতো, কিন্তু কখনোই আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করার প্রয়োজন মনে করেনি।
অকারনেই আমাকে ছেড়ে তুমি হারিয়ে গেছ। জানিনা, আজ কত দূরে, কোথায় আছো তুমি হারিয়ে???
এখনও বৃষ্টি হয়, তবে আমার আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়না। শুধু আকাশের মত আমারও দু চোখ বেয়ে বৃষ্টি নামে, অঝোর ধারায়।
তোমার কি বৃষ্টি এলে কখনোই মনে পরেনা আমায়???

Monday, April 18, 2016

প্রেমিক কি স্বামী ?

খুব গোপন সত্যিটা হল , স্বামী হওয়া সহজ কিন্তু প্রেমিক হওয়া কঠিন ।বিয়েটা শুধু একটা কাগজের টুকরো মাত্র , প্রেমিকার পদবী বদলে স্ত্রী হয়েছে কিন্তু মানুষটা একই । স্ত্রী হলেই যে তার ভালবাসা পাওয়া যাবে এই ধরনা সম্পূর্ণ ভুল। বিয়ের পরেও ভালবাসা জয় করে নিতে হয় । আর যে বিয়ের পরে প্রেমিক হতে পারে সেই সারা জীবনের জন্য একটা প্রেমিকা পায় , যে তাকে সমস্ত ভালবাসা দিয়ে আগলে রাখে । (collected)

Saturday, April 9, 2016

দূরত্ব

তোকে ছেড়ে আছি হাজার যোজন দূরে
হয়তোবা কয়েকটা সীমান্তের ওপারে।
অনেক অনেক বহু দূরে আছি।
যেখানে দৃষ্টি ঝাপসা হয়ে আছে।
কিন্তু, এক পৃথিবীতে আছি তো,
আমরা দুজন!!
একই গ্রহে বাস করি দুজনে।
তোর মাথার উপর আকাশটা যে,
আমারও আকাশ।
হয়তো, এক ছাদের নিচে নেই দুজন।
কিন্তু, এক আকাশের নিচে তো বাস করছি আমরা দুজন।
একটা সূর্য তোর
সেই সূর্যের নিচে আমিও বাস করি।
তোর চাঁদটা, 
রাতে যে আমাকেও জোস্না দেয়।
যে বাতাসে তুই অক্সিজেন নিস,
সে বাতাসে আমিও যে বাঁচি।
সে বাতাসে আমি খুঁজি তোর গন্ধ, তোর স্পর্শ।
তবুও কেন ভাবিস আমি দূরে ?
আমার তো কখনো মনে হয়না,
যে তুই আমার কাছ থেকে দূরে।
তুই আমার মাঝে বাঁচিস।
আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছিস।
বড্ড বেশী ভালবাসিরে তোকে !!!



Friday, April 8, 2016

পুতুল

নিজেকে একটা মাটির পুতুল মনে হয়,

যার কারিগর তুমি।
হাজার বার আমায় তুমি, 
ভেঙ্গে চুরমার করে দাও।
হাজার টুকরা করে ,
মিশিয়ে দাও মাটির সাথে
হারিয়ে ফেলি আমার অস্তিত্ত।
আবার নতুন করে গড়ে তোল।
আমি মাটির পুতুল !
মাটির পুতুলের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই।
তাই আমায় ভেঙ্গেছ বলে,
নেই কোন অভিমান
নেই কোন রাগ।
আমায় আবার নতুন করে গড়ে তুলেছ,
তাতেই আমি খুশি।
কিন্তু , তুমি তো মানুষ
তোমার তো বিবেক আছে।
একবারও কি তোমার মনে হয়না ?
যখন ভেঙ্গে টুকরো করে দাও আমায়,
কত কষ্ট হয় পুতুলটার !!!
প্লিজ ! দোহাই তোমার ।
আর ভেঙ্গনা আমায়, আর পারছিনা।
আমি আজ বড় ক্লান্ত !!!


Wednesday, April 6, 2016

পরী

পরী আমি পরী দেখেছি! 
যদি জিজ্ঞেস কর কোথায়? 
বলব; আমার মনের আঙ্গিনায়। 
কোন একলা ক্ষণে নিরবতার ভীড়ে 
এসে মোর স্বপ্ন লোকের নীড়ে 
সে আমার ঘুম নিয়েছে কেড়ে। 
আমি দেখেছি তারে মনের দুয়ার খুলে, 
একবার নয় দেখেছি বহুবার, 
যতবার দেখি- তৃষ্ণা বাড়ে আবার, 
যেন সে হাসি হাজার ফুলের সুধা মাখা তার।
অঙ্গ তাহার পুষ্প রাশি ঝরা দুধে আলতা
বদন তাহার স্বর্ণলতায় গড়া, 
আহা, দেখিত যদি মজনু রূপের মায়া তার! 
তাহার প্রেমে মত্ত হইয়া জন্মিত আবার। 
আহা! কি যে মিষ্টতা ভরা ঠোঁট! 
যদি ছুঁয়ে দিত ঐ সাগর- যত জল তার হইতো যে শরবত। 
সুগভীর কালো মায়ায় ভরা আখি
তব মনে লয় হাজার বছর হৃদ পিঞ্জরে রাখি, 
কি বলিব তার রুপের বর্ননা, 
চন্দ্র কিবা পুষ্প সবই তুচ্ছ
কিছুতেই যে এ রুপের হয় না তুলনা।।
( আমাকে উৎসর্গীকৃত কারো লেখা।আমি সত্যিই কৃতজ্ঞ )

Friday, April 1, 2016

বিধাতা বলে দাও ......।।

আমি আকাশের কাছে জানতে চাই, কি আমার অপরাধ ? আমি পৃথিবীর কাছে জানতে চাই, কেন এ জীবন বরবাদ ?? কি কারনে মন ভাংচুর, সম্পর্কটা বহুদুর জ্বলে- পুড়ে সব ছারখার !!! বিধাতা বলে দাও, বেচে থেকে লাভ কি আর ?? ( collected) 

Tuesday, March 29, 2016

বলছি তোমায়......।

ছেড়ে গেলে তোমায় পাব কোথায় ?
তোমাকে নিয়ে জীবন
আর জীবন তো হয়না দু'বার
তুমি আমার বসুন্ধরা
তুমি আমার বাঁচা মরা।।( সংগৃহীত)

Sunday, March 27, 2016

ফানুস

আমি হচ্ছি একটা ফানুস। আর তুমি ভালোবাসার পাম্পার। তুমি যখন ফানুসে ভালোবাসার হাওয়া দিতে থাকো, আমি ভালোবাসার হাওয়ায় ভাসতে থাকি।  যখন হাওয়া দেওয়া বন্ধ কর, আমি চুপসে মাটিতে পড়ে যাই। হারিয়ে ফেলি নিজের অস্তিত্ব !!! 

Friday, March 25, 2016

Don't please !!!

I can bear everything except your ignorance .

দুটো মানুষ

দুটো মানুষ ! কত স্বপ্ন ! কত ভালোবাসা! কত সুন্দর সম্পর্ক ! নিমিশেই শেষ হয়ে যেতে পারে। আমার খুব প্রিয় একটা গান......। :'( 
দু’টো মানুষ
এসাথে কত পথ চলা
হাতে হাত রেখে কথা বলা
কেন সব করে অবহেলা
কেন শেষ-মেষে এসে বিদায়
ফুলদানি
আছড়ে ভেঙ্গে চুড়মার
ফুল জল সব একাকার
নেমে আসে অন্ধকার
জানালার বাইরে নেমে আসে রাত
দু’টো বালিশ
কত স্বপ্ন ভালোবাসা বোঝাই
দেখে যায় এই কুৎসিত লড়াই
আশা আকাংখা সব পুড়ে ছাই
কেউ মুখ ফুটে কিছু বলে না
টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে
ভাঙ্গাচোড়া মন দুটো গুমড়ে গুমড়ে মরে
দুজনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছুই বলে না
ভগবান তাই নেমে আসে না
আসে সকাল
চোখ মুছে চিঠি লেখা
ব্রিফকেস হাতে ট্যাক্সি ডাকা
ফিরে না তাকিয়ে দেখা
ইশশশশ…
এইভাবে কেউ চলে যায়।

Thursday, March 24, 2016

বন্ধন

ভালোবাসা এমন একটি অদৃশ্য বন্ধন, যেখানে দুটি মানুষ কেউ কাউকে বেঁধে রাখেনা।কিন্তু তবুও বাঁধা পড়ে যায় মায়ার বাঁধনে।

Wednesday, March 23, 2016

পাগলটা

আমার পাগলটা,
তুই জীবনে ও মানুষ হবি না।সবসময় সবকিছুতে তোর পাগলামি। তুই কি জানিস ? তোর একটুখানি অবহেলা ও আমার সহ্য হয় না।রোজ কতবার আমি তোর উপর অভিমান করি? কতবার তোর ছবিগুলো দেখি? আমি জানি, তুমি মোটেও রোমান্টিক নও।কিন্তু এটা ও জানি তুই ও আমাকে ভালবাসিস।তাই বুঝলাম, ভালবাসতে রোমান্টিক হওয়া লাগে না। শুধু ভালবাসলেই হয়। তুমি আমাকে শিখিয়েছ, কিভাবে ভালবাসতে হয়। তোর সবকিছুতেই বড্ড বেশী বাড়াবাড়ি। যখন প্রথম ভালবেসেছিলে, তখন মনে হত। এভাবে কেউ কাউকে ভালবাসতে পারে? বাড়াবাড়ি রকমের ভালোবাসা। আবার বান্ধবীরা কুবুদ্ধি দিতো, বেশী ভালো ভাল নয়। কিন্তু আমার মাথায় তোর ভালোবাসা ছাড়া আর কোনও কথাই ঢুকতও না।আস্তে আস্তে মনে হল, আমিও খুব ভালোবেসে ফেলেছি তোকে। তখন আমার পুরো পৃথিবীটা দখল করে নিয়েছ তুমি। তোমাকে ছাড়া সব ঊল্টাপাল্টা।যখন তুমি মাঝে মাঝে রাগ করে, কথা বন্ধ করে দাও, তখন বুঝি...... কেমন কষ্ট হয়, পৃথিবী কত কঠিন তোমাকে ছাড়া। আমি তোমায় ছেড়ে যেতে পারিনা কেন জানো ? আমি অনুভব করি, আমি বুঝি, তুমি যতই রাগ করোনা কেন " তোমার মত আমায় কেউ ভালবাসবে না "।

Tuesday, March 22, 2016


পিতা ! ফিরে এসো...।

পিতা ! কখনো তোমায় দেখিনি চর্ম চক্ষে
কিন্তু, প্রতিটি নিঃশ্বাসে তোমায় অনুভব করি।
বাংলার আকাশে বাতাসে মিশে আছে তোমার অস্তিত্ব।
তুমি মানেই তো স্বাধীন বাংলা।
তুমি মানেই পিতার মমতায় বেঁড়ে উঠা এই আমি।
পিতা ! আমি তোমার ছোট্ট আদুরে মেয়ে,
আমায় ভালবেসে,
আমার জন্য রেখে গেছ স্বাধীন বাংলা।
আমায় দিয়েছ তুমি,
মুক্ত, স্বাধীন পৃথিবীতে বেঁড়ে উঠার অধিকার।
যেমনি পিতার ঋণ শুধিতে পারেনা সন্তান,
তেমনি তোমার ঋণ হবেনা পূরণ এ জনমে আর।
পিতা! শুধু একবার ফিরে এসো,
তোমার চরণ ছুঁতে দাও গো আমায়।
ধন্য হোক আমার মানব জীবন,
ছুঁয়ে তোমার চরণখানি।।

Tuesday, March 15, 2016

শেখ মুজিব

শুনেছিলে কি, সেই বজ্রকন্ঠের ডাক ?
যে কণ্ঠ দিয়েছিল রণ হুংকার ।
শাশ্বত বাঙালি জেগেছিল মুক্তির চেতনায়
রক্তে ডেকেছিল যুদ্ধের বান।
স্বাধীনতার নেশায়, বাঙালি হয়েছিল উন্মক্ত ! ক্ষুদ্ধ !
যে দিয়েছিল, মৃতপ্রায় জাতিকে জেগে উঠার সাহস 
যার চেতনায় উজ্জীবিত বাঙালি,
পেয়েছিল খুঁজে মুক্তির পথ।
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
পেয়েছি যে আজ স্বাধীন বাংলা।
সে মহামানব, আর কেউ নয়।
আমাদের জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান !!!

Monday, March 14, 2016

জাকির হোসেন সজীব

জানিনা, কেন এত ভালোবাসি তোমায় ???
কি এমন ভালোবাসা দিয়েছ তুমি আমায় ???
রংয়ের ছটায় সাজিয়ে দিয়েছ জীবন,
হোলির রংয়ে রাঙিয়েছ ভূবন।
সেই তুমি কি করে ভুলবে আমায় ?
তুন জীবনের নতুন আশায়।
প্ন দেখবে অন্য কাউকে নিয়ে, হারিয়ে যাবে অন্যভুবনে
জীবনের অচেনা পথে, আমি তবুও সেদিন থাকবো তোমার পাশে
লবো, “আজও তোমায় খুব ভালোবাসি”...............





আমি

বিপ্লবি আমি ! ঘাড়ত্যাড়া আমি !
মানিনা শাসন ! মানিনা বারণ !
জিদ্দি আমি , বড় একগুঁয়ে ।
মানিনা সমাজ ! মানিনা দেশ !
আমাতে আমি, আছি একলা বেশ !
বোকার স্বর্গে ভাসছি আমি,
বকছি প্রলাপ পাগলের। 
পাগলিনী আমি ! উন্মাদিনী আমি !
ছিঁড়ছি বাঁধন শৃঙ্খলের ।
লজ্জিত আমি ! ঘৃণিত আমি !
ভাসছি ঘৃণার সাগরে !!!

Friday, March 11, 2016

স্বর্গ আমার


মাঝে মাঝে মনে হয়,
তোর নিষ্পাপ মুখ,
আর দুষ্টু চোখের দিকে তাকিয়ে
সারাটি জীবন অবলীলায় পার করে দিতে পারি।
জানিনা, স্বর্গ কেমন ?
শুধু জানি,
স্বর্গ ! মর্ত ! সবখানেই শুধু তোকে চাই।
তোর বুকে মাথা রেখে,
মাটির পৃথিবীতেই স্বর্গ খুজে পাই।
তোকে ছেড়ে কোথায় যাবো, বল ?
আমার স্বর্গ লুটোপুটি খায় তোর পায়ে।
জানিনা, ভালোবাসা অন্ধ কিনা?
শুধু জানি, তোর প্রেমে আমি অন্ধ। 
যেখানে তুই নেই,
আমার সব শুন্য,
তোকে ছাড়া, চারিদিক নিকষ আঁধার !
কোথাও যাবি না তো আমায় ছেড়ে ???

বিবাহ প্রেম বনাম ( my most favourite line ever)

বিবাহের একটা লৌকিক উপকারিতা আছে। 
কিন্তু তবুও বলব, বিবাহ কৃত্রিম বন্ধন। 
যেখানে প্রেম আছে, সেখানে বিবাহ নিষ্প্রয়োজন।
 যেখানে প্রেম নেই, সেখানে বিবাহ একটা বীভৎস পাশবিকতা। 
( শরদিন্দু চট্টোপাধ্যায়)

যখন তুমি ছেড়ে যাও আমায়

তোমার কাছের মানুষ যখন তোমায় একলা ফেলে রেখে যায়, 
তখন পৃথিবীর সব রঙ হারিয়ে একমুঠো ছাই হয়ে যায়। 
সবকিছু কেমন যেন বিবর্ণ, ধূসর। 
মনে হয় সব শেষ, জীবনটা থমকে গেছে।

Tuesday, March 8, 2016

ভালোবাসার কান্না

মাঝে মাঝে অদ্ভুত তীব্র ভালোবাসায় ভিজে উঠে দুচোখ 
শুধু ভাবি। এত কেন ভালোবাসি তোমায়??? 
বিশ্বাস কর!!! কখনও তোমায় এতোটা ভালবাসতে চাইনি। 
সর্বগ্রাসী প্রেম, পুড়িয়ে দিয়েছে আমার জীবন। 
আজ তোমার মাঝে হারিয়ে গেছে আমার অস্তিত্ব 
সেই আমি আজ আর আমি নেই। 
আমার চেনা পৃথিবী ভেঙ্গে সাজিয়েছ নতুন রঙিন পৃথিবী, 
যেখানে সবকিছু অজানা, অচেনা। 
খুলে দিয়েছ নতুন জীবনের দ্বার 
আর বন্ধ করে দিয়েছ পিছনের সব দরজা 
আমার বিশাল পৃথিবী আটকে গেছে ছোট্ট কুঠুরিতে 
যেখানে শুধু তুমি আর তুমি।। 
এখন আমার পুরো পৃথিবী জুড়ে শুধু তুমি। 
এত ভালোবাসা নিয়ে কি বাঁচা যায়??? 
It’s the other part of this poem 
কিন্তু না, অনিশ্চিত ভবিষ্যতে আমি আর 
তোমাকে জড়াতে চাই না। 
ভুলে যেতে চাই শুধু তোমায়। 
আর ভালবাসতে চাইনা তোমায় 
কাঁদতে চাইনা তোমায় ভালোবেসে 
যে তুমি দিতে জাননা অশ্রুর মূল্য। 
আমার এক পৃথিবী ভালোবাসা 
পায়ে ঠেলে আবজ্ঞা করলে যে তুমি, 
কেন ভালবাসবো তোমায়????

তুমি


তুমি এসেছিলে কালবৈশাখী উত্তাল হাওয়া হয়ে
ঠাণ্ডা হাওয়ায় জুড়িয়ে দিলে দেহ প্রাণ।
তারপর ভয়ংকর দানব হয়ে, উড়িয়ে নিলে সবকিছু
ভেঙ্গে চুরমার করে দিলে সব স্বপ্ন
পৃথিবীটা আমার চোখের সামনে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল।
চারিদিকে অমাবস্যার নিকষ কালো আঁধার নেমে এলো
আমি ভাবি, এ ও কি জীবন ?
একেই কি বলে, যুদ্ধ করে বেঁচে থাকা ?
কি করে বাঁচবো আমি এ যুদ্ধে?
আমি যে দুর্বল সৈনিক।
ব্যর্থতার গ্লানি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি।
আমি আর পারছি না।

একি হল !!!


আজ একি হল আমার...।
তোমায় ছাড়া সব ফাঁকা।
লাগে খুব একা একা।
রাতে যখন ঘুমাই,
মনে হয় তোমায় জড়িয়ে।
সকালে যখন উঠি 
মনে হয় পাশে তুমি শুয়ে।
সারাদিন কল্পনায় তোমার সাথে বসবাস।
জানো, পথ চলতে নিজেকে কখনো একা লাগে না।
সব সময় তোমার সাথে কথা বলি। 
আমার বকবকানি শুনতে শুনতে তুমি ক্লান্ত।
আবার তোমার আমার খুনসুটি,
হয়তো ছোট্ট একটা চুমু।
মিষ্টি হয়ে যায় পুরো সময়টা।
এইতো তোমার আমার ভালোবাসা।।

Monday, March 7, 2016

তুমি আছো

তুমি আছো তাই আমি আছি 
তোমারই মাঝে আমি বাঁচি !

Saturday, March 5, 2016

২ জন মিলে লেখা কবিতা।

যেখানে গল্প ফুরিয়ে গেছে- 
হয়েছে পথের শেষ,
সেখান থেকেই লিখব আবার,
চলতে হেথা শিখব আবার-
জীবনের পথে, নতুনের রথে,
যেখানে অস্তমিত সীমান্ত হয়েছে শুরু
যেখানে আকাশের সীমানায় নতুন আকাশ।
সেখান থেকেই করব শুরু
নব উদ্দাম, নব প্রান চাঞ্চল্য, নব তারুন্যে উজ্জীবিত।
যে পথে আজও কেউ রাখেনি পদধূলি,
সে পথ আমি সাজাবো ফুলে ফুলে।
নব প্রাণে ক্ষণে ক্ষণে- বয়ে দিয়ে শত মনে উচ্ছলতা,
ভেঙ্গে দিয়ে যত সংকীর্ণতার বেড়া!
অস্তমিত সূর্য্যের রঙ দিয়ে,
সাজাবো নুতন ভোর, শিশুদের কল্লোলে।
ওহে পুজারিনী! তোমায় ভেবো না কভু একা,
তারুণ্যের পথে, জয় রথে, পাইবে তাদের দেখা-
যাদের ঘামে, শংকীত প্রাণে, ফুটেছিল-
সাহসের বলিরেখা।
এসো গাই তারুণ্যের জয় গান!
দুঃখিনীর চোখের অশ্রু মুছে দিয়ে,
ফুটিয়ে তাহার নিষ্পাপ মুখে হাসি-
সাজাবো আবার সে পথ ফুলে ফুলে,
যে পথ কভু গিয়েছিল সে ভুলে।।

তুমি আমার !!! ( Best poem ever)


তুমি আমার বসন্তের নতুন পৃথিবী
জীবনে নতুন প্রান জাগালে।
তুমি আমার শ্রাবণধারা
ভিজিয়ে দিলে বর্ষা স্রোতে।
তুমি আমার চৈত্রের খরা
পুড়িয়ে দিলে তপ্ত রোদে।
তুমি আমার মেঘলা আকাশ
ছুয়ে যাও উদাস মনে।
তুমি আমার কণ্ঠে গান
রাঙাও জীবন সুরে সুরে।
তুমি আমার কবিতার খাতা
ভরিয়ে দাও কবিতা , গানে।
তুমি আমার পৌষের রাত্রি
হিমেল হাওয়ায় জড়িয়ে নিলে।
তুমি আমার ভোরের সূর্য
আলোয় আলোয় ভরিয়ে দিলে।
তুমি আমার নিকষ কালো রাত্রি
আধারে জীবন ঢেকে দিলে।
তুমি একটা শয়তান
জীবনটা ঝালাপালা কইরা দিলা ।
........

শূন্যতা

জীবন যুদ্ধে হেরে যাওয়া এক রিক্ত সৈনিক আমি
শত দুঃখ দুর্দশার কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে 
চলে আমার জীবন।
বার্ধক্য এসে আঁকড়ে ধরে আমাকে,
আমার চারিদিকে শুধুই নিস্তব্ধতা ।
শত অনিয়মের মাঝে ভেঙ্গে পড়া শীর্ণ শরীর
আর যে সামনে এগুতে পারি না।
চারিদিকে সকলে উল্লাশে মুখরিত
কিছুই যে স্পর্শ করেনা আমাকে।
সকল কষ্ট, না পাওয়ার বেদনা
শুধু যে আমারই জন্য !
কেন এমন হল জীবনটা ?
কেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে ?
না ! না ! না ! কিছুই হয়নি আমার
আমাকে আবার জেগে উঠতে হবে
এতটা ভেঙ্গে পড়লে চলবেনা
কে বলেছে আমি বৃদ্ধা ?
কে বলেছে আমি রিক্ত সৈনিক?
আমিতো কেবল তরুণী ।
কৈশোরের গন্ধ এখনও যায়নি
আমার শরীর থেকে।
তারুণের মন্ত্রে এগিয়ে যেতে হবে আমাকে
আমাকে জয় করতে হবে আমার
অতীত ! বর্তমান ! ভবিষ্যৎ !!!
আমার পানে চেয়ে আছে সবাই
আমি কি পারি, তাদের নিরাশ করতে ?
তবে কেন এ শূন্যতা আমার জীবনে ?
কিসের অভাব আমার ???

ধরনিমাতা



শিউলি ফোটা ভোরের শিশিরে হাঁটছি আমি
চারিদিক কুয়াশায় ঢাকা অন্ধকার। 
কি অদ্ভুত নীরবতা চারিদিকে, 
কি আশ্চর্য শূন্যতা আমাকে ঘিরে। 
ভোরের শিশির ভিজিয়ে দিচ্ছে আমার পা 
নরম দূর্বাঘাসের ডগা যেন ভেজা চুল, 
আর ধরনিমাতার স্নিগ্ধ চুলের পানিতে , 
পা ভেজাচ্ছি আমি। 
কি নিবিড় মমতা ছড়িয়ে পরে আমার সারা দেহে। 
এক আশ্চর্য ভাললাগায়, 
ভরে উঠে হৃদয়। 
মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন ??? 
আমি অবাক, নির্বাক ও সবাক হই তোমাকে দেখে !!!

valo nei



সত্যি বলছি তোমায় ছেড়ে একটুও নেই ভালো।

এই তুমি কি সেই তুমি যে, জ্বেলেছিলে আলো

তোমার জন্য আজ আমার জীবন আধার কালো।

বলনা তুমি কেমন করে, থাকবো তোমায় ছেড়ে?

প্রান ছাড়া কি যায়রে বাঁচা, তুমি আমার প্রান
তাইতো আজ তোমায় নিয়ে লিখেছি এই গান।
কে আছে তোরে আমার চেয়ে বাসবে বেশি ভালো।
তুই যে আমার জোস্নার আলো
আঁধার রাতের চাঁদ ।।
তোরে ছাড়া কি করে কাটবে আমার রাত।
তুই যে আমার ভোরের সূর্য,
তপ্ত রোদে মেঘ।
বলনা তুই কেমন করে ভুলবি এই আমারে?
জীবন আমার তোমায় ছাড়া অমাবস্যার কালো।

বৃষ্টি রাজকন্যা

বৃষ্টি নামের রাজকন্যা
আকাশে তার ঘর।
দুঃখ পেলে চোখ দিয়ে তার
জল ঝরে ঝরঝর।
আষাঢ় এবং শ্রাবন এলে
দুঃখ তখন বাড়ে।
চোখের জলে অঝর ধারায়
বৃষ্টি তখন পড়ে।

জানি, তবুও................!!!

জানি, তবুও................!!!
জানি,
তুমি কবিতা লিখতে পারনা ।
তবুও,
আমার প্রিয় কবি যে শুধু তুমি। 
তোমার কথাই তো আমার প্রিয় কবিতা। 
জানি, 
তুমি গাইতে পারনা। 
তুমি বেসুরো গলায় গান গাও। 
তবুও, 
তুমিই আমার প্রিয় গানের শিল্পী। 
তোমার বেসুরো গান আমার কাছে, 
পৃথিবীর সেরা সুমধুর সুর 
জানি, 
তুমি বাস্তব ! অভিনয় তুমি বোঝনা। 
তবুও, 
তোমার আমার জীবন নামের রঙ্গমঞ্চে, 
তুমি আমার সেরা নায়ক। 
তুমিই যে আমার হিরো !!!
জানি, 
তোমার রাজ্য নেই। 
রাজপ্রসাদ ও নেই, নেই কোনও প্রজা। 
তবুও, 
আমার ছোট্ট মনের রাজ্যে, 
তুমিই যে রাজা ।


heart emoticon
heart emoticon

Feelings of my love

আমি পূর্বজন্মে বিশ্বাস করি না। যদি পূর্বজন্ম বলে কিছু থাকতো, তবে পূর্বজন্মে হয়তও অনেক পুণ্য করেছিলাম। কারণ এই জীবনের এতোটুকু সময়ের পুণ্য দিয়ে তোমাকে পাওয়া সম্ভব নয়। আমি আমার এই জন্ম এবং পূর্বজন্মের সবটুকু পুণ্যের বিনিময়ে তোমাকে পেয়েছি। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাস। আমি আমার সমস্ত স্বত্বা দিয়ে আমৃত্যু তোমাকে ভালবেসে যাবো।।

সারাজীবন..................।

Tuesday, March 1, 2016

প্রাণ আমার



সত্যি বলছি তোমায় ছেড়ে একটুও নেই ভালো।

এই তুমি কি সেই তুমি যে, জ্বেলেছিলে আলো

তোমার জন্য আজ আমার জীবন আধার কালো।

বলনা তুমি কেমন করে, থাকবো তোমায় ছেড়ে?

প্রান ছাড়া কি যায়রে বাঁচা, তুমি আমার প্রান
তাইতো আজ তোমায় নিয়ে লিখেছি এই গান।
কে আছে তোরে আমার চেয়ে বাসবে বেশি ভালো।
তুই যে আমার জোস্নার আলো
আঁধার রাতের চাঁদ ।।
তোরে ছাড়া কি করে কাটবে আমার রাত।
তুই যে আমার ভোরের সূর্য,
তপ্ত রোদে মেঘ।
বলনা তুই কেমন করে ভুলবি এই আমারে?
জীবন আমার তোমায় ছাড়া অমাবস্যার কালো।

help us Allah

যুগে যুগে কত হয়েছে শহীদ

কত শত প্রান দিয়েছে কোরবান

রাখিতে তোমারি মান পৃথিবীতে চির অম্লান।

শুধু যে তোমারে বাসিছে ভালো

তুমি যে প্রভু , রহিম ও রহমান।
চাইনা প্রভু তোমার তরে,
পৃথিবীর ধন- মান- সম্মান।
চাই গো শুধু তোমারে বাসিতে ভালো,
করিতে যেন পারি ওগো প্রভু
নশ্বর এ দেহ তোমার তরে কোরবান।
পৃথিবীর সব দৌলত প্রভু
যেন তুচ্ছ করে লুটায়ে সবই
এ দেহ-প্রান, মান- সম্মান
তোমারি তরে সঁপি।
বাসিতে ভালো চাই গো তোমায়,
দিওনা প্রভু ফিরায়ে আমায়।
তুমি ছাড়া প্রভু কে আছে ধরায়,
দেবে রহমত অঝর ধারায়।
শান্তি মোদের দাও গো প্রভু
ক্ষমা কর এ পাপিষ্ঠা দাসীরে।
তোমার তরে মোর সকল জিকর, সমস্ত এবাদাত,
নাও গো কবুল করে।।

খুঁজি তোমায়

ছন্নছাড়া মেঘেদের ভিড়ে খুঁজে বেড়াই তোমায়।
ঝিরিঝিরি হালকা হাওয়ায় হারিয়ে যাই।
নীলাকাশে উদাস কোণে, কোথায় তুমি লুকিয়ে।
চঞ্চল আমার দৃষ্টি উদাস মন হারিয়ে যায়,
কোন সীমানায়।
হারিয়ে তোমায় খুঁজে পেতে 
নিজেই আজ হারিয়ে অজানায়। 
অপলক আমি, নিষ্প্রাণ আমি তোমারই প্রতীক্ষায়। 
জানিনা, আসবে কবে ভালোবেসে আমায়। 
কবিতা লিখলাম, নাকি গান লিখলাম, নিজেই বুঝতে পারছি না
unsure emoticon

কুৎসিত কামনা

ইচ্ছা করে পুরো পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে 
ছারখার করে দেই।
হত্যা করি সব খারাপ পুরুষ।
অন্ধ করে দেই, হাত কেটে দেই
সেই সব অসভ্য পুরুষের।
পুড়িয়ে দেই সকল কুৎসিত কামনা 
ধ্বংস করে দিতে ইচ্ছা হয় সব। 
সব মুখোশের আড়ালে কুৎসিত কামনা 
কেন এমন হল পৃথিবীটা ? 
মেয়েরা কী কোথাও নিরাপদ নয় ? 
বিধাতা কেন পুরুষদের এমন করে সৃষ্টি করল পুরুষদের ? 
কেন মেয়েদের পুড়তে হয়, 
প্রতি মুহূর্তে কুৎসিত কামনার অনলে ? 
কেন ? কেন ? কেন ? 


মনে অনেক কষ্ট এবং খূব রাগ নিয়ে কবিতাটি লিখেছিলাম। প্রতি মুহূর্তে প্রচণ্ড ঘৃণায় শিউরে উঠি। আমি জানি অনেকে আমার সাথে মতবিরোধ করবে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু, আমার কবিটা শুধু আমার মনের ভাব প্রকাশ করার মাধ্যম... আর আমি যা সত্যি, যা ভাবি, তাই লিখি.........।।