Friday, September 23, 2016

অন্য কারো প্রেমপত্র / তুমি যদি ১ টা লাইন ও আমাকে নিয়ে লিখতে, আমি তোমার কোথায় আছি ? খুব জানতে ইচ্ছে করে :(

প্রিয়তমা যাদুমনি,
কেমন আছ? অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে করলো। আসলে একা একা না লিখলে মনের প্রেক্ষাপট তুলে ধরা খানিকটা হলেও প্রতিকূল। অনেক রাতে তোমাকে মিস করার মুহূর্তগুলো অসম্ভব সুন্দর। ঠিক যেন নির্মেঘ আকাশে ঝলমল করতে থাকা একরাশ তারার গোল্লাছুট খেলা। আর চিকন চাঁদের মুচকি হাসি। তুমি কেমন যেন আমার প্রতিটি অনুভুতি আচ্ছন্ন করে ফেলেছো। আমার ধমনী শিরায় প্রবাহমান প্রতিটি রক্তবিন্দু তোমাকে খুব আপন করে চিনে গেছে। আমার ছয়টি ইন্দ্রিয়ের যে কোনো এক বা ততাধিক অনুভুতি তোমাকে কোনো না কোনাভাবে মনে রেখে চলেছে। সর্বদা তোমাকে সাজিয়ে চলেছে। কখন কিভাবে তোমাকে কেমন লাগবে। সেদিন যখন তুমি নজরুলের জন্মদিন পালনের কথা বলেছিলে, আমার নিজের অজান্তেই তোমার একটা ছবি আমার মানসপটে ভেসে ওঠে সেখানে তোমার সাজটা ছিলো অদ্ভুত রকমের সুন্দর। কালো একটা শাড়ী পরেছো সাথে সাদা ব্লাউজ আর কপালে একটা বড় কালো টিপ। তোমাকে আমি ঠিক সেই সাজটার কথা বলতেই ঠিক ঘন্টা খানেকের মাঝেই আমাকে অবাক করে দিয়ে সেই সাজে সজ্জিত হয়ে আমাকে কয়েকটা ছবি তুলে পাঠালে। আমি কিভাবে যে অভিভূত হয়েছি তা লিখনী দ্বারা অপ্রকাশ্য। সত্যি ই বলি আমি। যেমন পাগল আমি ঠিক যেন তারই স্বরূপ পাগলী তুমি। তোমার এই পাগলামী ই আমার সারা জীবনের সঞ্চয় করে রাখতে চাই। যখন আমাদের আর পাগলামী করার অবকাশ অথবা সুযোগ থাকবেনা কিন্তু অফুরন্ত না কেটে যাওয়া সময় থাকবে তখন এ গুলা একটু একটু করে খুলে যৌবনের প্রেম টাকে আরেকবার উপভোগ করে নিব, যাকে এক কথায় বলে বুড়ো বয়সে ভীমরতি আর কি? হা হা হা! অনেক কথাই লিখে ফেললাম। একটু বেশিই আবেগপ্রবন হয়ে পরেছিলাম মনে হয়। পাগল মন বলে কথা।।।।।।
আজ এ পর্যন্তই রইল। রাত্রিকালীন শুভেচ্ছা নিও। আর ভালোবাসা নিতে বলবো না। কারন সেটা আমার কাছে আর অবশিষ্ট তেমন নেই। যা ছিলো তোমাকে দিয়ে দিয়েছি। ওখান থেকে একটু একটু করে খরচ করে নিও।
ইতি
তোমার ...........................

Tuesday, September 6, 2016

স্বপ্ন স্বপ্ন স্বপ্ন

One of my most fevourite song !!!
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন (lyrics by Nochiketa)