Wednesday, August 28, 2019

পাষাণ তুই !

তোমায় খুঁজতে গিয়ে,
পেরিয়েছি কত না অশ্রু সাগর।
যন্ত্রণার নীল চাদরে ঢেকে গেছি কতবার আমি,
তবুও পাইনি তোমায়।
জানিনা, তোর নিষ্ঠুরতার রং কি?
শুধু জানি তোর মন অমাবস্যার মত কালো।
যেখানে জ্বেলেছি আমি তোর জন্য,
হাজার তারার আলো।
কিন্তু , ব্যর্থ আমি ! পারলাম না , তোর মনে আলো জ্বালাতে।
সাপের চেয়ে ও ঘিনঘিনে নোংরা তুই।
নিষ্ঠুর তুই ! পাষাণ তুই !
পৃথিবীর সব নিষ্ঠুরতা তোকে দিয়েছে খোদা।
কাউকে এতো টা কষ্ট দিয়ে,
কেউ কখনো সুখী হয়না রে !!!

Monday, August 19, 2019

কোনটা ভালো?

 একা থাকা নাকি,
কারো সাথে থেকে একা থাকা । 
কোনটা ভালো ?

Wednesday, August 14, 2019

ফেরাতে পারিনি আমি

সবই বুঝি 
তবু অবুঝের মতো 
তোমায় খুঁজি নিয়ে 
হারানোর ক্ষত। 
আজও ভাবি
কেন বেদনার মতো 
হৃদয়ে আঁকি 
নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার 
হতে তুমিতো গিয়েছ চলে, দ্রুতলয়ে আলোর পথে।
সেই যে ভালোবেসে 
হৃদয়ের পাল তুলে 
প্রেমের বৈঠা নিয়ে 
অজানায় গিয়েছ চলে 
ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে 
তুমিতো গিয়েছ চলে, দ্রুতলয়ে আলোর পথে।
এই যে আলো থেকে 
আঁধারে দিয়েছো ঠেলে 
কী যে একা একা লাগে 
চোখ ভিজে লোনা জলে
ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে 
তুমিতো গিয়েছ চলে, দ্রুতলয়ে আলোর পথে। (Lyrics)

Tuesday, August 13, 2019

ভালোবাসা ভালো নয়

কাউকে ভালবাসাটা পাপ নয়। কিন্তু নিজের সবটুকু উজার করে দিয়ে ভালোবাসা অন্যায় । নিজের জন্য কিছুটা হলেও ভালোবাসা রাখা উচিৎ। যাতে সেই মানুষটা যদি কখনো তোমাকে ছেড়ে চলে যায়, নিজেকে তখন পুরোপুরি যেন হারিয়ে না ফেলতে হয়।