Friday, June 3, 2016

তুই কি জানিস ?

তুই কি জানিস ?
জীবনের সব কিছু ভেঙ্গেচুরে চুরমার। 
হাজারো ভাঙ্গা স্বপ্ন, আর দীর্ঘশ্বাসের মাঝে
তুই আমার এক টুকরো শেষ স্বপ্ন।
তুই কি জানিস ?
গ্রীষ্মের তপ্ত রোদের ক্লান্ত পথে,
তুই আমার মাথার উপর এক টুকরো মেঘ।
তুই কি জানিস ?
অথই বন্যার প্লাবনে ভেসে যাচ্ছিলাম আমি,
তুই আমার তীরের জাহাজ।
তুই কি জানিস ?
ঝড় ঝঞ্ঝাট আর ঘূর্ণিঝড়ে ঘুরছি আমি,
তবুও তুই আমার শেষ আশ্রয়।
তুই কি জানিস ?
তুই আমার বেলা শেষে রক্তিম সূর্যের লাল স্নিগ্ধ আলো।
তুই কি জানিস ?
তুই আমার নিকষ আঁধার রাতের
মেঘের ফাঁকে এক টুকরো চাঁদ।
তুই আমার সব!
তুই আমার শেষ সম্বল, শেষ অবলম্বন, শেষ মুহূর্ত।
ভালবেসে যাবো শুধু তোকে আমৃত্যু !!!


2 comments: