Wednesday, November 30, 2016

কি' ই বা আসে যায় তাতে ???

 নাইবা রাখলাম কারো হাতে হাত,
রাখবো না কখনোই কারো ঠোঁটে ঠোঁট।
কি' ই বা আসে যায় তাতে ???
পৌষের শীতলতায় নাইবা রাখলাম,
কারো উষ্ণ বুকে মাথা।
শুনবো না কান পেতে কারো বুকের হৃদ স্পন্দন।
হয়তোবা কখনো জড়িয়ে ধরবেনা কোনও হাত
গভীর ভালোবাসায় ।
কি' ই বা আসে যায় তাতে ???
যৌবনের ফোঁটা ফুল হয়তো,
অকালেই শুকিয়ে ঝরে যাবে। 
কামনার আগুনটা, 
জ্বলার আগেই নিভিয়ে দেব।
ভাববো__
সবাইকে সবকিছু চাইতে নেই,
 সবার জন্য সব নয়।
মাঝে মাঝে__মন কেমন যেন করবে,
ছোট্ট একটা শিশুর 
নিষ্পাপ খিলখিল হাসির জন্য।
হয়তো বুকের ভিতরটা খালি খালি লাগবে,
কখনো মাথায় আকাশ ভেঙে পড়া আর্তনাদে
ভারী হবে ঘরের দেয়াল বুক ভাঙ্গা কান্নায়।
জগতের কি' ই বা আসে যায় তাতে ???
জং ধরা ঘুনে খাওয়া সমাজ,
হয়তো বলবে দু' চারটা কটু কথা
আমার কি' ই বা আসে যায় তাতে ???
আমি আমার...
থাকবো আমায় ঘিরে,
তোমার কি' ই বা আসে যায় তাতে ???




No comments:

Post a Comment