Wednesday, August 28, 2019

পাষাণ তুই !

তোমায় খুঁজতে গিয়ে,
পেরিয়েছি কত না অশ্রু সাগর।
যন্ত্রণার নীল চাদরে ঢেকে গেছি কতবার আমি,
তবুও পাইনি তোমায়।
জানিনা, তোর নিষ্ঠুরতার রং কি?
শুধু জানি তোর মন অমাবস্যার মত কালো।
যেখানে জ্বেলেছি আমি তোর জন্য,
হাজার তারার আলো।
কিন্তু , ব্যর্থ আমি ! পারলাম না , তোর মনে আলো জ্বালাতে।
সাপের চেয়ে ও ঘিনঘিনে নোংরা তুই।
নিষ্ঠুর তুই ! পাষাণ তুই !
পৃথিবীর সব নিষ্ঠুরতা তোকে দিয়েছে খোদা।
কাউকে এতো টা কষ্ট দিয়ে,
কেউ কখনো সুখী হয়না রে !!!

No comments:

Post a Comment