Sunday, February 28, 2016

ভাষাহীন আবেগ

ইদানিং মনে হয়,
ভাষা যেন অসম্পূর্ণ।
বিশাল আবেগের মহাজগত, সৌরজগতে 
ভাষা যেন ক্ষুদ্র পৃথিবীর 
ছোট্ট একটা শহর। 
অথবা মহাসমুদ্রের বিশাল জলরাশির কাছে 
ভাষা যেন সৈকতের ছোট্ট একটি বালুকনা। 
ছোট্ট একটি বালুকনা দিয়ে, 
যেমনি মহা সমুদ্রের জল শুষে নেয়া যায় না। 
ঠিক তেমনি মানব মনের 
বিশাল আবেগের জোয়ারে, 
আবেগ প্রকাশ করার মাধ্যম 
ভাষা যে খুবই অপ্রতুল, নগণ্য। 
তবুও ভাষাহীন অসীম আবেগ বুঝতে হলে, 
তেমনি আবেগি মন চাই। 
যে আবেগের বন্যায় ভেসে যাবো আমরা সীমা লোকের অসীম প্রান্তরে...............।

No comments:

Post a Comment