Sunday, February 28, 2016

ভালবেসেছিলে

বদ্ধ ঘরে, আমার অশ্রুতে ভেসে যাওয়া।
তোমাকে না পাওয়ার আর্তনাদ
বুকফাটা কান্নায় ফেটে যেতে চায়
আকাশ, মাটি।
মাঝে মাঝে মনে হয়, এত কষ্ট পাচ্ছি কেন?
তুমি তো আমার মত কষ্ট পাচ্ছ না!
আর তোমার কষ্ট?
হয়তো, ছোট্ট একটা দীর্ঘশ্বাস,
আবার ব্যস্ত হয়ে যাওয়া।
আমার কান্নার “Emo” দেখে একটু খারাপ লাগা।
ব্যস! এইটুকুই তোমার ভালোবাসার গভীরতা।
আমি কখনই বুঝতে পারিনা তোমাকে।
অজস্র প্রশ্ন কুড়ে কুঁড়ে খাচ্ছে আমায়।
তোমার ভালোবাসার স্মৃতিচারণ করে।
তুমিও তো ভালবেসেছিলে,
কি করে এত সহজে মুছে ফেলবে?
এটা মোবাইলের মেমোরি নয়!
এটা কম্পিউটারের হার্ড ডিস্ক নয়।
এত সহজে মোছা যায় না।
আমি যে কিছুতেই মুছতে পারিনা।



No comments:

Post a Comment