Monday, February 29, 2016

এতিম

পথের ধারে লুটায়ে একটি ফুল,
হয়তো সুপ্ত প্রতিভায় দীপ্যমান
জ্বলজ্বলে দুটি চোখ।
হয়তো একটু ভালোবাসার কাঙ্গাল,
হয়তোবা ক্ষুধা, তৃষ্ণায় কাতর।

ব্যস্ত নগরীতে, ব্যস্ত সবাই
ফিরে দেখার সময় নেই কারো।
তবুও কি আমরা পারিনা,
একটু ভালবাসা ওদের দিতে?
হয়তোবা ওদের মধ্যে লুকিয়ে আছে,
আমাদের ভবিষ্যতের রবীন্দ্রনাথ,
নজরুল, আইনস্টাইন, কুদরত ই খুদা,
জগদীশ চন্দ্র, ফজলুল হক অথবা জয়নুল আবেদিন।
নজরুল তো সেই পথশিশু
আজও যার কবিতায়
আমরা পথ চলার প্রেরণা পাই।
উজ্জীবিত হই নব তারুণ্যে।
আমাদের একটু স্নেহ , ভালবাসা
খুলে দিতে পারে শতাব্দীর
মহান মনিষীর দ্বার।
হয়তো আজকের সে পথশিশু
আগামির পৃথিবীকে দেখাবে নতুন আলোর পথ।।

No comments:

Post a Comment