Wednesday, April 20, 2016

শহুরে বসন্ত

কে বলে বসন্ত ঋতুরাজ ?
আমি বলি ঋতু দাস।
কে বলে, বাসন্তি পাখির গান ?
আমি শুনি বাসের তীব্র হর্ন।
কে বলে দখিণা হাওয়া?
আমি বলি ধুলোয় ভেসে যাওয়া।
কে বলে পুষ্প কাননে ফুল ?
আমি দেখি বাসন্তি শাড়ির আঁচল।
কে বলে সবুজ পৃথিবী ?
আমি দেখি ইট পাথরের দালানকোঠা ।
সবই আমার নাগরিক জীবনের 
বাসন্তি অভিজ্ঞতা !!

No comments:

Post a Comment