Tuesday, April 19, 2016

বসন্ত

হে ফাগুন, এসেছ ধরায় মঞ্জুরি কুঞ্জে
এসেছ দখিণা হাওয়ার তানে
এসেছ দিগন্তের সীমান্ত পানে।
এসেছ নারীর শাড়ির উঠানে।
চারিদিকে সবাই বলছে, "বসন্ত এসেছে"
হয়তো তাই হবে,
আমি শুধু শুনে যাই।
এমন তো কত বসন্তই এলো গেলো।
কই ! কখনো তো কোনও বসন্ত স্পর্শ করেনি আমাকে।
কখনো তো এই শুষ্ক রিক্ত জীবনে,
কেউ ফোটায় নি ফুল।
ইট পাথরের ঢাকা শহরে,
বসন্ত শুধু ক্যালেন্ডারেই আসে।
হয়তো, বিশেষভাবে পালিত হয় এ দিনটি।
আর আমার বসন্ত ?
সে তো ফুল ফোটার আগেই ঝরে পড়ে।
শুকিয়ে যায় খর রোদ্রের উত্তাপে,
পুড়ে ছারখার হয়ে যায় সব স্বপ্ন।। 


No comments:

Post a Comment