Wednesday, April 6, 2016

পরী

পরী আমি পরী দেখেছি! 
যদি জিজ্ঞেস কর কোথায়? 
বলব; আমার মনের আঙ্গিনায়। 
কোন একলা ক্ষণে নিরবতার ভীড়ে 
এসে মোর স্বপ্ন লোকের নীড়ে 
সে আমার ঘুম নিয়েছে কেড়ে। 
আমি দেখেছি তারে মনের দুয়ার খুলে, 
একবার নয় দেখেছি বহুবার, 
যতবার দেখি- তৃষ্ণা বাড়ে আবার, 
যেন সে হাসি হাজার ফুলের সুধা মাখা তার।
অঙ্গ তাহার পুষ্প রাশি ঝরা দুধে আলতা
বদন তাহার স্বর্ণলতায় গড়া, 
আহা, দেখিত যদি মজনু রূপের মায়া তার! 
তাহার প্রেমে মত্ত হইয়া জন্মিত আবার। 
আহা! কি যে মিষ্টতা ভরা ঠোঁট! 
যদি ছুঁয়ে দিত ঐ সাগর- যত জল তার হইতো যে শরবত। 
সুগভীর কালো মায়ায় ভরা আখি
তব মনে লয় হাজার বছর হৃদ পিঞ্জরে রাখি, 
কি বলিব তার রুপের বর্ননা, 
চন্দ্র কিবা পুষ্প সবই তুচ্ছ
কিছুতেই যে এ রুপের হয় না তুলনা।।
( আমাকে উৎসর্গীকৃত কারো লেখা।আমি সত্যিই কৃতজ্ঞ )

No comments:

Post a Comment