Friday, April 8, 2016

পুতুল

নিজেকে একটা মাটির পুতুল মনে হয়,

যার কারিগর তুমি।
হাজার বার আমায় তুমি, 
ভেঙ্গে চুরমার করে দাও।
হাজার টুকরা করে ,
মিশিয়ে দাও মাটির সাথে
হারিয়ে ফেলি আমার অস্তিত্ত।
আবার নতুন করে গড়ে তোল।
আমি মাটির পুতুল !
মাটির পুতুলের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই।
তাই আমায় ভেঙ্গেছ বলে,
নেই কোন অভিমান
নেই কোন রাগ।
আমায় আবার নতুন করে গড়ে তুলেছ,
তাতেই আমি খুশি।
কিন্তু , তুমি তো মানুষ
তোমার তো বিবেক আছে।
একবারও কি তোমার মনে হয়না ?
যখন ভেঙ্গে টুকরো করে দাও আমায়,
কত কষ্ট হয় পুতুলটার !!!
প্লিজ ! দোহাই তোমার ।
আর ভেঙ্গনা আমায়, আর পারছিনা।
আমি আজ বড় ক্লান্ত !!!


No comments:

Post a Comment