Tuesday, March 15, 2016

শেখ মুজিব

শুনেছিলে কি, সেই বজ্রকন্ঠের ডাক ?
যে কণ্ঠ দিয়েছিল রণ হুংকার ।
শাশ্বত বাঙালি জেগেছিল মুক্তির চেতনায়
রক্তে ডেকেছিল যুদ্ধের বান।
স্বাধীনতার নেশায়, বাঙালি হয়েছিল উন্মক্ত ! ক্ষুদ্ধ !
যে দিয়েছিল, মৃতপ্রায় জাতিকে জেগে উঠার সাহস 
যার চেতনায় উজ্জীবিত বাঙালি,
পেয়েছিল খুঁজে মুক্তির পথ।
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
পেয়েছি যে আজ স্বাধীন বাংলা।
সে মহামানব, আর কেউ নয়।
আমাদের জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান !!!

No comments:

Post a Comment