Saturday, March 5, 2016

২ জন মিলে লেখা কবিতা।

যেখানে গল্প ফুরিয়ে গেছে- 
হয়েছে পথের শেষ,
সেখান থেকেই লিখব আবার,
চলতে হেথা শিখব আবার-
জীবনের পথে, নতুনের রথে,
যেখানে অস্তমিত সীমান্ত হয়েছে শুরু
যেখানে আকাশের সীমানায় নতুন আকাশ।
সেখান থেকেই করব শুরু
নব উদ্দাম, নব প্রান চাঞ্চল্য, নব তারুন্যে উজ্জীবিত।
যে পথে আজও কেউ রাখেনি পদধূলি,
সে পথ আমি সাজাবো ফুলে ফুলে।
নব প্রাণে ক্ষণে ক্ষণে- বয়ে দিয়ে শত মনে উচ্ছলতা,
ভেঙ্গে দিয়ে যত সংকীর্ণতার বেড়া!
অস্তমিত সূর্য্যের রঙ দিয়ে,
সাজাবো নুতন ভোর, শিশুদের কল্লোলে।
ওহে পুজারিনী! তোমায় ভেবো না কভু একা,
তারুণ্যের পথে, জয় রথে, পাইবে তাদের দেখা-
যাদের ঘামে, শংকীত প্রাণে, ফুটেছিল-
সাহসের বলিরেখা।
এসো গাই তারুণ্যের জয় গান!
দুঃখিনীর চোখের অশ্রু মুছে দিয়ে,
ফুটিয়ে তাহার নিষ্পাপ মুখে হাসি-
সাজাবো আবার সে পথ ফুলে ফুলে,
যে পথ কভু গিয়েছিল সে ভুলে।।

No comments:

Post a Comment