Tuesday, March 22, 2016

পিতা ! ফিরে এসো...।

পিতা ! কখনো তোমায় দেখিনি চর্ম চক্ষে
কিন্তু, প্রতিটি নিঃশ্বাসে তোমায় অনুভব করি।
বাংলার আকাশে বাতাসে মিশে আছে তোমার অস্তিত্ব।
তুমি মানেই তো স্বাধীন বাংলা।
তুমি মানেই পিতার মমতায় বেঁড়ে উঠা এই আমি।
পিতা ! আমি তোমার ছোট্ট আদুরে মেয়ে,
আমায় ভালবেসে,
আমার জন্য রেখে গেছ স্বাধীন বাংলা।
আমায় দিয়েছ তুমি,
মুক্ত, স্বাধীন পৃথিবীতে বেঁড়ে উঠার অধিকার।
যেমনি পিতার ঋণ শুধিতে পারেনা সন্তান,
তেমনি তোমার ঋণ হবেনা পূরণ এ জনমে আর।
পিতা! শুধু একবার ফিরে এসো,
তোমার চরণ ছুঁতে দাও গো আমায়।
ধন্য হোক আমার মানব জীবন,
ছুঁয়ে তোমার চরণখানি।।

No comments:

Post a Comment